দুই আসনে লড়ছেন তারেক রহমান: ঢাকা ছাড়ছেন পার্থ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের পৈতৃক এলাকা বগুড়া-৬ আসনের পাশাপাশি তিনি রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা-১৭ আসন থেকে ভোট যুদ্ধে নামবেন।
এ নতুন সমীকরণের ফলে ঢাকা-১৭ আসনের সম্ভাব্য প্রার্থী ও দীর্ঘদিনের মিত্র বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ নিজ এলাকা ভোলায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমান সশরীরে নির্বাচন কমিশন কার্যালয়ে উপস্থিত হয়ে ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় আবেদন ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন। মূলত গুলশান, বনানী ও বারিধারার মতো এলাকা নিয়ে গঠিত এ আসনটি দেশের অন্যতম ভিআইপি আসন হিসেবে পরিচিত। বিএনপি নেতাদের পক্ষ থেকে তারেক রহমানকে এ আসন থেকে নির্বাচন করার বিশেষ অনুরোধ জানানো হলে তিনি তাতে সম্মতি দেন।
তারেক রহমানের এ সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আন্দালিভ রহমান পার্থ ঢাকা-১৭ আসন ছেড়ে দিয়ে ভোলা-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার বিকেলেই তার পক্ষ থেকে ভোলা-১ আসনে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। উল্লেখ্য, এ আসনটি তার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর ঐতিহ্যবাহী আসন। ২০০৮ সালেও আন্দালিভ পার্থ এ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
নির্বাচনি এ সমঝোতার বিষয়ে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আন্দালিভ রহমানকে বিএনপিতে যোগ দিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দেয়া হয়েছিলো। তবে তিনি নিজ দল বিজেপির স্বকীয়তা বজায় রাখতে সে প্রস্তাব গ্রহণ করেননি এবং নিজের দলীয় প্রতীকেই নির্বাচনের মাঠে থাকার সিদ্ধান্ত জানিয়েছেন। অন্যদিকে, ভোলা-১ আসনে বিএনপির পক্ষ থেকে আগে গোলাম নবী আলমগীরকে প্রার্থী করার ঘোষণা থাকলেও এখন সেখানে পার্থের বিপরীতে কোনও প্রার্থী না রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে যে তিনটি আসন বিএনপি কৌশলগত কারণে ফাঁকা রেখেছিলো, তার মধ্যে ঢাকা-১৭ একটি। তারেক রহমান নিজে এ আসনে প্রার্থী হওয়ায় রাজধানীর রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। একই সাথে ভোলায় আন্দালিভ পার্থের প্রত্যাবর্তনে সেখানকার নেতাকর্মীদের মাঝেও নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
সবার দেশ/কেএম




























