Sobar Desh | সবার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪৭, ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:৪৮, ২৯ ডিসেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে মনোনয়ন জমা দিয়ে মির্জা ফখরুল

ভোটাধিকার ফিরে এসেছে, কর্মসংস্থানই হবে অগ্রাধিকার

ভোটাধিকার ফিরে এসেছে, কর্মসংস্থানই হবে অগ্রাধিকার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দীর্ঘ আন্দোলন, ত্যাগ ও নির্যাতনের পর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে, আর এ নির্বাচনে জনগণের কর্মসংস্থান সৃষ্টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হবে।

সোমবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কাছে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফখরুল। মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন পর দেশে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনে দল তাকে মনোনয়ন দিয়েছে। তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম, রক্তপাত, ত্যাগ-তিতিক্ষা ও নির্যাতনের মধ্য দিয়ে আজ এ সময়টি এসেছে।

দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তিনি গভীরভাবে কৃতজ্ঞ, যারা তাকে আবারও এ আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। একই সঙ্গে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, জনগণের সেবায় কাজ করার একটি সুযোগ পাওয়ায়।

নির্বাচিত হলে কী করবেন—সে বিষয়ে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে নির্বাচিত হতে পারলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে। সামাজিক পরিবেশ উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ওপর জোর দেওয়া হবে। বিশেষ করে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে তাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, অতীতের মতো এবারও ঠাকুরগাঁওবাসীর সমর্থন ও ভালোবাসা তিনি প্রত্যাশা করেন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি আল্লাহর কাছে দোয়া চান, যেন মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করার তৌফিক পাওয়া যায়।

সবার দেশ/কেএম

সর্বশেষ