নির্বাচনী প্রস্তুতি ও শান্তিপূর্ণ ভোটের গুরুত্বে আলোচনা
তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিস্তারিত আলোচনা করে।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, বিএনপি নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং এর জন্য যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, বর্তমান নির্বাচনের পরিবেশ ভালো আছে।
নজরুল ইসলাম আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন এবার একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে, যারা সারা দেশে কাজ করবে। বিগত কয়েকটি নির্বাচনে তারা পর্যবেক্ষক না পাঠালেও এবার তাদের অংশগ্রহণ নির্বাচনের গ্রহণযোগ্যতা ও গুরুত্ব অনেক বৃদ্ধি করবে।
বৈঠকে বাংলাদেশের শ্রমিক কল্যাণ, লেবার কোড সংশোধন, লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠন এবং ভবিষ্যতে শ্রম আইন আধুনিকায়নসহ শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়ে বিএনপির অবস্থানও ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের কাছে তুলে ধরা হয়।
তারেক রহমানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।
নজরুল ইসলাম খান আশা প্রকাশ করেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, আন্তর্জাতিক সম্প্রদায় তা পূর্ণ সমর্থন দেবে।
সবার দেশ/কেএম




























