Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৬, ৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:২৭, ৮ জানুয়ারি ২০২৬

পেছনে ষড়যন্ত্রের ইঙ্গিত 

মোসাব্বির হত্যা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব ফেলবে না: সালাহউদ্দিন

মোসাব্বির হত্যা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব ফেলবে না: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

মোসাব্বির হত্যাসহ সারাদেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতির সঙ্গে এসব ঘটনার সরাসরি কোনও সম্পর্ক নেই।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় স্বদেশ প্রত্যাবর্তনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথম বড় রাজনৈতিক সফর নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া চার দিনের সফরে তারেক রহমান উত্তরাঞ্চলের ৯টি জেলা পরিদর্শন করবেন। এ সফরকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হলেও বিএনপির অবস্থান স্পষ্ট বলে জানান তিনি।

সালাহউদ্দিন আহমদের ভাষ্য, তারেক রহমানের উত্তরাঞ্চল সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্নই ওঠে না। এটি একটি সাংগঠনিক ও রাজনৈতিক সফর, যা আইন ও বিধির মধ্যেই পরিচালিত হবে।

সাম্প্রতিক হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির কিছু ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। গত বুধবার স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে দুর্বৃত্তরা হত্যা করেছে উল্লেখ করে তিনি দাবি করেন, এ ঘটনার পেছনেও ষড়যন্ত্র থাকতে পারে।

এ ধরনের ঘটনা নির্বাচনের ওপর প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে মাঝে মাঝে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। কিন্তু এসব ঘটনায় নির্বাচন ব্যাহত হবে না বা নির্বাচনী পরিবেশ নষ্ট হবে না। জনগণের অংশগ্রহণ ও রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতিই নির্বাচনের মূল নিয়ামক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলই প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শেষ পর্যন্ত সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে।

আসন সমঝোতা ও দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বৃহত্তর রাজনৈতিক দলে অনেক নেতাকর্মীর প্রত্যাশা থাকে। তবে দলের পক্ষে সবার প্রত্যাশা পূরণ করা সব সময় সম্ভব হয় না। যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন, তাদের বিষয়ে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে। কারও বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হচ্ছে, আবার কাউকে বোঝানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সবার দেশ/কেএম

সর্বশেষ