একযোগে লাইভ দুই কোটি
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ভিডিওর ভিউ ১২ ঘণ্টায় ৩০ কোটি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছরের নির্বাসনের পর দেশে প্রত্যাবর্তনের খবর সোশ্যাল মিডয়ায় বিরল সাড়া সৃষ্টি করেছে। চ্যানেল আইয়ের বিশ্লেষণ অনুযায়ী, দেশে ফেরা থেকে রাত পর্যন্ত মাত্র ১২ ঘণ্টায় ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারেক রহমানকে কেন্দ্র করে ৩০ কোটি ভিউ রেকর্ড হয়েছে।
চ্যানেল আই এনালিটিক্সের তথ্যে দেখা গেছে, ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সিলেটের মাটিতে তার ফ্লাইট অবতরণের পর থেকে রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় টানা ১২ ঘণ্টা বিভিন্ন টেলিভিশন চ্যানেল, দৈনিক পত্রিকা ও ওয়েব পোর্টালের লাইভ স্ট্রিমিং এবং ভিডিও রিপোর্ট প্রচারিত হয়েছে। এ সময়ের মধ্যে ৩০টি টিভি চ্যানেল প্রায় ৩৬০ ঘণ্টা লাইভ সম্প্রচার করেছে, পাশাপাশি ২,৫০০টির বেশি ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে।
চ্যানেল আই অনলাইনসহ একশটি নিউজ পোর্টাল ও ফেসবুক-পেইজ, ইউটিউব চ্যানেলে লাইভ ফিডের মোট সময় ছিলো ৫০০ ঘণ্টার বেশি। সব সোর্স মিলিয়ে লাইভ ও ক্লিপের দৈর্ঘ্য প্রায় এক হাজার ঘণ্টা, যা এক দর্শককে বিরতি ছাড়াই দেখলে ৪১ দিন লাগতো।
সোশ্যাল মিডিয়ায় পোস্টের সংখ্যা ১২ ঘণ্টায় প্রায় ১০,০০০। এর মধ্যে ছিল টেক্সট, ফটোকার্ড এবং ভিডিও। ফেসবুক থেকে এসেছে মোট ভিউ-এর ৭৫ শতাংশ, ইউটিউব থেকে ৩০ শতাংশ। একই সময়ে সর্বোচ্চ দর্শক বা পিক কনকারেন্ট ভিউ ছিলো প্রায় দুই কোটি, যা তার বক্তৃতার সময় রেকর্ড করা হয়েছে। গড়ে একজন দর্শক একটি ভিডিও ১.৭ মিনিট দেখেছেন, লাইভে গড় সময় ছিলো ২.২৫ মিনিট।
সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা হয়েছে মোট ৬০ কোটি মিনিট বা এক কোটি ঘণ্টা ভিডিও, যা চার লাখ ১৬ হাজার ৬৬৬ দিন বা ১,১৪১ বছর সমান। গ্রামীণ ও মফস্বল এলাকায় দর্শকরা মূলত ফেসবুক ব্যবহার করেছেন, প্রবাসী দর্শকেরা ইউটিউব ও আই স্ক্রিন প্ল্যাটফর্মে সক্রিয় ছিলেন।
এ বিশ্লেষণ স্পষ্টভাবে দেখাচ্ছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ইতিহাসে এক হাইভোল্টেজ ইভেন্ট হিসেবে প্রতিফলিত হয়েছে।
সবার দেশ/কেএম




























