টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে নিরাপত্তা উদ্বেগ
আজ আইসিসিকে চিঠি দিচ্ছে বিসিবি
আগামী মাসে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ রোববার (৪ জানুয়ারি) আইসিসির সিকিউরিটি ইউনিট বরাবর এ চিঠি পাঠানো হবে।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ কোলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে সম্প্রতি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনায় বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা উদ্বেগ নতুন করে সামনে এসেছে।
এ প্রেক্ষাপটে শনিবার রাতে বিসিবির বোর্ড সভায় ১৭ জন পরিচালকের উপস্থিতিতে আইসিসিকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
বিসিবি সূত্রে জানা গেছে, চিঠিতে মূলত তিনটি বিষয় তুলে ধরা হবে।
- প্রথমত, ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আইসিসির অবস্থান জানতে চাওয়া হবে।
- দ্বিতীয়ত, মুস্তাফিজুর রহমানের সঙ্গে আইপিএল সংশ্লিষ্ট যে ঘটনা ঘটেছে, সে বিষয়ে আইসিসির দৃষ্টি আকর্ষণ করা হবে।
- তৃতীয়ত, খেলোয়াড়দের পাশাপাশি বোর্ড পরিচালক, টিম অফিসিয়াল, দর্শক এবং সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হবে।
গণমাধ্যমকে বিসিবির একজন শীর্ষ পরিচালক জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়গুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে আইসিসির সঙ্গে যোগাযোগ করাই এখন সবচেয়ে যুক্তিসংগত পদক্ষেপ।
উল্লেখ্য, চলতি বছর ভারত বাংলাদেশ সফরে সাদা বলের দুটি সিরিজ আয়োজনের সূচি চূড়ান্ত করলেও মুস্তাফিজ ইস্যুর পর রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।
সবার দেশ/কেএম




























