কড়াকড়ি নিরাপত্তায় ঢাকা বিমানবন্দর
ঢাকায় ফিরলো শহীদ ওসমান হাদির লাশ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজিবি-৫৮৫। এ ফ্লাইটে ছি,লো ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির লাশ। সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল চারটে তিন মিনিটে (বাংলাদেশ সময় দুপুর দুটো তিন মিনিট) যাত্রা শুরু করে ফ্লাইটটি প্রায় তিন ঘণ্টা পর ঢাকায় পৌঁছায়।
বিমানবন্দরে অতুলনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে হাদির দেহ বের করার জন্য। ৮ নম্বর গেট দিয়ে তার লাশ বের হবে বলে জানা গেছে। পুরো এলাকা সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে রয়েছে। প্রবেশকারী সকলের তল্লাশি চলছে এবং বিমানবন্দরের বাইরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। যেকোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
দূর-দূরান্ত থেকে হাজারো বিক্ষুব্ধ মানুষ হাদিকে শ্রদ্ধা জানাতে বিমানবন্দরের দিকে ছুটে আসছেন। ইনকিলাব মঞ্চের এ প্রিয় নেতাকে বিদায় জানানোর এ মুহূর্তে সারা দেশে শোকের ছায়া নেমেছে। বিমানবন্দর কর্মকর্তারা জানান, যথাযথ মর্যাদা ও সম্মানে দেশে ফিরিয়ে আনা হয়েছে হাদির দেহ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে যাতে শরিফ ওসমান হাদির লাশ সম্মানের সঙ্গে দেশে পৌঁছায়।
বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদি মারা যান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি ছিলেন গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান চেতনা। তার মৃত্যুতে দেশের লাখো মানুষ শোকাহত। এরপর থেকেই তার লাশ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয় এবং আজ ঢাকায় পৌঁছে সারা দেশ শোকমগ্ন।
সবার দেশ/কেএম




























