তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা। রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ১২ দলীয় জোটের নেতারা রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে যান। পরে সেখানে তারেক রহমানের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। বিএনপির মিডিয়া সেল জানায়, এটি কোনও আনুষ্ঠানিক রাজনৈতিক আলোচনা নয়; বরং রাজনৈতিক সৌজন্য রক্ষা এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে তারেক রহমান ১২ দলীয় জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি তাদের খোঁজখবর নেন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মনোভাবের প্রতিফলন দেখা যায় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। ১২ দলীয় জোটের পক্ষে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল করিমসহ জোটভুক্ত একাধিক শীর্ষ নেতা।
রাজনৈতিক অঙ্গনে চলমান নানা টানাপোড়েনের মধ্যে এ সাক্ষাৎকে বিরোধী দলগুলোর মধ্যে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সবার দেশ/কেএম




























