Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৫, ১৫ জানুয়ারি ২০২৬

রেকর্ড ভাঙার ধারাবাহিকতা

সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা

সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
ফাইল ছবি

দেশের বাজারে আবারও সোনার দামে নতুন রেকর্ড তৈরি হয়েছে। এবার ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৬২৫ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। নতুন দরে এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হবে দুই লাখ ৩৪ হাজার ৬৮০ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে সারা দেশে সোনার এ নতুন মূল্য কার্যকর হবে। বুধবার রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির এ সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী বা পিওর গোল্ডের মূল্য উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সমন্বয় করা হয়েছে বলে জানায় বাজুস।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ৭ টাকা। একই সঙ্গে ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার এক ভরি বিক্রি হবে পাঁচ হাজার ৯৪৯ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৭১৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ভরি চার হাজার ৮৯৯ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম অপরিবর্তিত রেখে তিন হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

টানা দফায় দফায় সোনার দাম বাড়ায় সাধারণ ক্রেতা ও বিয়ের মৌসুমের বাজারে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তাদের মতে, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারে কাঁচামালের দাম বাড়ার প্রভাবেই সোনার মূল্য ঊর্ধ্বমুখী রয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ