Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩১, ১৪ ডিসেম্বর ২০২৫

জাতিসংঘে জোরালো কূটনৈতিক তৎপরতা

সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলায় ক্ষুব্ধ ঢাকা

সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলায় ক্ষুব্ধ ঢাকা
ছবি: সংগৃহীত

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আরও আটজন আহত হওয়ার ঘটনায় শোকাহত দেশবাসীর পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা জাতির বীর সন্তান। তাদের আত্মত্যাগে বাংলাদেশ গর্বিত, তবে এ নৃশংস হামলায় সরকার গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশন জাতিসংঘের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং সেখানে মোতায়েন বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীকে সব ধরনের সহায়তা দিতে সমন্বিতভাবে কাজ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী বাংলাদেশি সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ ধরনের হামলা শুধু শান্তিরক্ষীদের জীবনকেই ঝুঁকিতে ফেলে না, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টাকেও প্রশ্নবিদ্ধ করে।

এর আগে শনিবার আইএসপিআর এক খুদে বার্তায় জানায়, সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হন এবং আরও আটজন আহত হন। ঘটনার পর ওই এলাকায় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে।

এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে আলাদা বিবৃতি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি নিহত শান্তিরক্ষীদের আত্মত্যাগকে জাতির জন্য গর্বের বলে উল্লেখ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক
ভয়াবহ বায়ুদূষণে দিল্লিতে হোম অফিস চালু
সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলায় ক্ষুব্ধ ঢাকা
বিপিএল খেলতে আসছেন মঈন আলি
সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি
হাদির ওপর হামলায় বাগাতিপাড়ায় বিএনপি-এনসিপির প্রতিবাদ মিছিল
হাদিকে নিষিদ্ধ গুপ্তবাহিনী হামলা করেছে: নোয়াখালীতে শিবির সেক্রেটারি
যুক্তরাষ্ট্র ছাড়ছেন কানাডার পর্যটকরা
দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার
সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন স্থগিত
দু’দিনের ব্যবধানে সোনার দামে বড় লাফ
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত, আহত ৮
হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম স্থগিত
ইমরান খান সম্পর্কে পোস্ট ব্লক বন্ধ করুন: ইলন মাস্ককে জেমিমা
বহিষ্কারে ডাবল হ্যাট্রিক বঞ্চিত মেজর আখতার
যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে লাখ লাখ মুসলিম
শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২’
হাদি আমার নির্বাচনী প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়: মির্জা আব্বাস
জুলাই অভ্যুত্থান নস্যাৎয়ের ষড়যন্ত্র রুখতে সর্বদলীয় ঐক্যের অঙ্গীকার