Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৬, ৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ০১:২৭, ৫ জানুয়ারি ২০২৬

ডিসেম্বরে আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি

চ্যালেঞ্জের মধ্যেও রফতানি আয় ঊর্ধ্বমুখী

চ্যালেঞ্জের মধ্যেও রফতানি আয় ঊর্ধ্বমুখী
ছবি: সংগৃহীত

বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও নানা বাণিজ্যিক অনিশ্চয়তার মধ্যেও দেশের রফতানি আয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশের রফতানি আয় দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৮ দশমিক ২৮ মিলিয়ন মার্কিন ডলারে, যা আগের মাস নভেম্বরের তুলনায় ১ দশমিক ৯৭ শতাংশ বেশি। সাম্প্রতিক সময়ে এ প্রবৃদ্ধি দেশের রফতানি খাতে গতি ফিরে আসার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশের মোট রফতানি আয় হয়েছে ২৩ হাজার ৯৯৮ দশমিক ৮৭ মিলিয়ন ডলার। তবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় ২ দশমিক ১৯ শতাংশ কম। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে রফতানি আয় ছিলো ২৪ হাজার ৫৩৩ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বার্ষিক হিসাবে ২০২৫ সালের ডিসেম্বরে রফতানি আয় আগের বছরের একই মাসের তুলনায় ১৪ দশমিক ২৫ শতাংশ কমেছে। অর্থাৎ মাসিক প্রবৃদ্ধি থাকলেও বার্ষিক হিসাবে এখনও চাপ কাটিয়ে ওঠেনি রফতানি খাত।

রফতানি আয়ের প্রধান চালিকাশক্তি হিসেবে তৈরি পোশাক খাত আগের মতোই শীর্ষ অবস্থান ধরে রেখেছে। ২০২৫ সালের ডিসেম্বরে এ খাত থেকে আয় হয়েছে ৩ হাজার ২৩৪ দশমিক ১৩ মিলিয়ন ডলার, যা নভেম্বর মাসের তুলনায় ১ দশমিক ৯৭ শতাংশ বেশি। নিটওয়্যার ও ওভেন পোশাক—উভয় উপখাতই এ প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তৈরি পোশাকের পাশাপাশি বেশ কয়েকটি নন-আরএমজি খাতেও ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। নভেম্বরের তুলনায় ডিসেম্বরে পাট ও পাটজাত পণ্য, বিশেষায়িত টেক্সটাইল, হোম টেক্সটাইল, হিমায়িত ও তাজা মাছ, শাকসবজি, রাসায়নিক পণ্য, রাবার, চামড়া এবং বাইসাইকেল রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে। এসব খাতের উন্নতি দেশের রফতানি বহুমুখীকরণের ধারাবাহিকতাকেই তুলে ধরছে।

রফতানির প্রধান গন্তব্য হিসেবেও ঐতিহ্যবাহী বাজারগুলো তাদের অবস্থান ধরে রেখেছে। ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশের শীর্ষ তিন রফতানি বাজার ছিলো যুক্তরাষ্ট্র, জার্মানি ও যুক্তরাজ্য। এ তিন দেশে রফতানি প্রবৃদ্ধি ছিলো যথাক্রমে ৭ দশমিক ১৪ শতাংশ, ১৮ দশমিক ০৮ শতাংশ এবং ১৪ দশমিক ৫০ শতাংশ।

এ ছাড়া উদীয়মান ও কৌশলগত বাজারগুলোতেও রফতানি বাড়ছে। সংযুক্ত আরব আমিরাতে রফতানি বেড়েছে ২৫ দশমিক ৩৯ শতাংশ, অস্ট্রেলিয়ায় ২১ দশমিক ৩৩ শতাংশ এবং কানাডায় ৯ দশমিক ১৩ শতাংশ। এসব বাজারে প্রবৃদ্ধি বিশ্ববাজারে বাংলাদেশের ক্রমবর্ধমান উপস্থিতি ও বাজার সম্প্রসারণের সম্ভাবনাকে নির্দেশ করছে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, ইতিবাচক প্রবণতার পাশাপাশি রফতানি খাত এখনও একাধিক বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে। বিশ্বব্যাপী চাহিদার মন্দাভাব, যুক্তরাষ্ট্রের আরোপিত পারস্পরিক শুল্ক, প্রতিযোগী বাজারগুলোতে চীনের বাড়তি আগ্রাসন, তীব্র বৈশ্বিক প্রতিযোগিতা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং চলমান ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক অনিশ্চয়তা রফতানি আয়ের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করছে।

সব মিলিয়ে, স্বল্পমেয়াদে মাসিক প্রবৃদ্ধি আশার সঞ্চার করলেও দীর্ঘমেয়াদে টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত করতে নীতি সহায়তা, বাজার বৈচিত্র্য ও প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদারের ওপর গুরুত্ব দেয়ার তাগিদ দিচ্ছেন অর্থনীতি বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি