Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ১০ নভেম্বর ২০২৫

নিরাপত্তা জোরদারে পদক্ষেপ

মেট্রোরেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

মেট্রোরেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল
ফাইল ছবি

ঢাকা মেট্রোরেলে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাতিল করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। হঠাৎ এ সিদ্ধান্তে সংস্থার ভেতরে সতর্ক অবস্থান জোরদারের ইঙ্গিত মিলছে।

রবিবার (৯ নভেম্বর) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএলের মেট্রো রেল ভবন, ডিপো এলাকা, স্টেশনসমূহ, কোম্পানির বিভিন্ন প্রকল্প এবং সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনাসমূহে নিয়োজিত সব কর্মকর্তা ও কর্মচারীর সকল প্রকার ছুটি বাতিল করা হলো।

এছাড়া, সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রাজধানীতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় মেট্রো রেলের প্রতিটি স্টেশন ও নিয়ন্ত্রণকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বিশেষ করে বিদেশি প্রকৌশলী ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় বাড়ানো হয়েছে।

এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি মূলত সতর্কতামূলক ব্যবস্থা। যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে রাজধানীতে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন সরকারি সংস্থা ও গুরুত্বপূর্ণ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি সীমিত বা বাতিলের নির্দেশ জারি হয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ