Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৫, ১৬ ডিসেম্বর ২০২৫

কেকেআরের জার্সিতে ফিরছেন কাটার মাস্টার

রেকর্ড দামে আইপিএল-এ মোস্তাফিজ 

রেকর্ড দামে আইপিএল-এ মোস্তাফিজ 
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এ তারকাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএল নিলামে কোনও বাংলাদেশি ক্রিকেটারের জন্য এটিই সর্বোচ্চ দাম, যা দেশের ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত আইপিএল নিলামে মোস্তাফিজকে ঘিরে ছিল ব্যাপক আগ্রহ। নিলামের শুরু থেকেই তাকে দলে নিতে মরিয়া হয়ে ওঠে একাধিক ফ্র্যাঞ্চাইজি। বিশেষ করে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তীব্র দরযুদ্ধ জমে ওঠে। একের পর এক দর বাড়তে থাকলেও শেষ পর্যন্ত সর্বোচ্চ মূল্য হাঁকিয়ে মোস্তাফিজকে নিজেদের শিবিরে ভেড়ায় কেকেআর।

এ চুক্তির মাধ্যমে আইপিএলে নিজের ষষ্ঠ ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং সর্বশেষ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। প্রতিটি দলেই তার কাটারনির্ভর বোলিং ও ডেথ ওভারের দক্ষতা তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত আটটি মৌসুমে অংশ নিয়ে ৬০টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। এসব ম্যাচে তিনি শিকার করেছেন ৬৫টি উইকেট। বিশেষ করে ইনিংসের শেষ দিকে তার অফ-কাটার ও স্লোয়ার বল বিশ্বের সেরা ব্যাটসম্যানদেরও বিপাকে ফেলেছে। চাপের মুহূর্তে রান নিয়ন্ত্রণ ও উইকেট নেয়ার সক্ষমতার কারণেই আইপিএলে তার চাহিদা বরাবরই বেশি।

কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণে মোস্তাফিজ যুক্ত হওয়ায় দলটি নতুন ভারসাম্য পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইডেন গার্ডেনসের পিচে তার কাটার ও ভ্যারিয়েশন আরও কার্যকর হতে পারে, যা কেকেআরের শিরোপা অভিযানে বড় ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএল নিলামে সর্বোচ্চ মূল্যে দল পাওয়ার এ রেকর্ড মোস্তাফিজুর রহমানের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দেশের ক্রিকেটের জন্যও গর্বের বিষয়। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশি পেসারদের মূল্য ও গ্রহণযোগ্যতা আরও এক ধাপ বাড়িয়ে দিল বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্যারিসে নিরাপত্তাজনিত কারণে নববর্ষের কনসার্ট বাতিল
বিতর্কিত অঙ্গভঙ্গি, মুকুট হারালেন মিস ফিনল্যান্ড
৩০ হাজার আওয়ামী কর্মীকে আশ্রয় দিয়েছে ভারত: হাসনাত
অসলো ত্যাগ করলেন নোবেলজয়ী মাচাদো
আওয়ামী সন্ত্রাসীদের দেখামাত্র গ্রেফতারের নির্দেশ
চট্টগ্রামের ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত
প্রেসিডেন্ট হলে মেসিকে বার্সাতে ফেরাবেন মার্ক সিরিয়া
হাদির মৃত্যুর খবর ভিত্তিহীন: ইনকিলাব মঞ্চ
অত্যন্ত সংকটাপন্ন হাদি, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
বাংলাদেশকে আসামের মুখ্যমন্ত্রীর কড়া ‘হুমকি’
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যাকারী গৃহকর্মী আয়েশার স্বীকারোক্তি
বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ
নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা
অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করা ১৪ আন্দোলনকারী বরখাস্ত
ঢাকার ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে উগ্রবাদী হুমকির অভিযোগ
হাদিকে গুলির আগে ফয়সাল তার বান্ধবীকে দেন দেশ কাঁপানোর বার্তা