Sobar Desh | সবার দেশ নারায়নগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ৩
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন— বন্দর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সালিমা হোসেন শান্তা (৫০), যুবলীগ কর্মী আব্দুল মোক্তাদির অনিক (৩৬) এবং যুবলীগ কর্মী মুন্না (৪০)। রোববার দুপুরে তাদের আদালতে প্রেরণ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বন্দর শাহী মসজিদ চরমোনাই সমর্থক এক কর্মীর গ্যারেজে সন্ত্রাসী হামলা চালানোর ঘটনায় মামলা হয়। সে মামলায় সম্পৃক্ততার অভিযোগে শনিবার রাতে ফরাজিকান্দার নিজ বাড়ি থেকে সালিমা হোসেন শান্তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া ২০২৪ সালের আগস্টের শুরুর দিকে বন্দর খেয়াঘাট এলাকায় আন্দোলনরত ছাত্রদের ওপর হামলার অভিযোগে যুবলীগ কর্মী অনিক ও মুন্নাকে একই এলাকা থেকে গ্রেফতার করা হয়।

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলার অভিযোগে আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং আদালতে চালান দেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম খান জানান, আদালতে তোলা হলে বিচারক তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন