জকসুতে ১৯ কেন্দ্রে শীর্ষ ৩ পদে এগিয়ে ছাত্রশিবির
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত ১৯টি কেন্দ্রের ফলাফলে ভিপি, জিএস ও এজিএস—এ তিনটি শীর্ষ পদেই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বাকি কেন্দ্রগুলোর ফল প্রকাশের পরই চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
জকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে বুধবার (৭ জানুয়ারি) দুপুর পর্যন্ত ১৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এসব ফলাফলে ভিপি পদে এগিয়ে আছেন ছাত্রশিবির–সমর্থিত মো. রিয়াজুল ইসলাম।
ঘোষিত ফল অনুযায়ী, ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৩১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ২ হাজার ২৮৪ ভোট। এ হিসাবে রিয়াজুল ইসলাম ২৮ ভোটে এগিয়ে রয়েছেন।
জিএস পদে ব্যবধান আরও বড়। ছাত্রশিবির–সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২ হাজার ৫২৯ ভোট। অন্যদিকে ছাত্রদল–সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৯৮ ভোট।
এজিএস পদেও এগিয়ে রয়েছেন ছাত্রশিবির–সমর্থিত প্রার্থী মাসুদ রানা। তিনি পেয়েছেন ২ হাজার ২১৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল–সমর্থিত বি এম আতিকুর তানজিল পেয়েছেন ১ হাজার ৯৮১ ভোট।
নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি ২০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হলে জকসুর চূড়ান্ত ফল জানা যাবে। এদিকে ভোটগ্রহণ-পরবর্তী পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাস ও ভোটকেন্দ্র এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সবার দেশ/কেএম




























