১১ কেন্দ্রের ফল
জকসুর ভিপি পদে ১১১ ভোটে এগিয়ে ছাত্রদলের রাকিব
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১১টির ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ১ হাজার ১৪২ ভোট, অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৩১ ভোট। ফলে রাকিবের ব্যবধান দাঁড়িয়েছে ১১১ ভোটে।
বুধবার (৭ জানুয়ারি) সাড়ে ১১টার দিকে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এসব ফল প্রকাশ করে।
দর্শন বিভাগের ফলাফলে দেখা যায়, ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন ১১১ ভোট, আর ছাত্রদল সমর্থিত রাকিব পেয়েছেন ১৭৫ ভোট। জিএস পদে শিবির সমর্থিত আবদুল আলিম আরিফ পেয়েছেন ১৩৫ ভোট, বিপরীতে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৮০ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ১১৯ ভোট, আর ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১২৪ ভোট।
বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ফলাফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৮৯ ভোট এবং রাকিব পেয়েছেন ৫৭ ভোট। জিএস পদে আবদুল আলিম আরিফ পেয়েছেন ৯৮ ভোট, আর খাদিজাতুল কুবরা পেয়েছেন ৩২ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৯০ ভোট এবং তানজিল পেয়েছেন ৪২ ভোট।
চারুকলা অনুষদের তিন বিভাগের সম্মিলিত কেন্দ্রের ফলাফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ২১ ভোট, আর রাকিব পেয়েছেন ১০৬ ভোট। জিএস পদে আবদুল আলিম আরিফ পেয়েছেন ১৮ ভোট এবং খাদিজাতুল কুবরা পেয়েছেন ৩৬ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১২ ভোট, আর আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৮২ ভোট।
অনুজীববিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৮৭ ভোট, বিপরীতে রাকিব পেয়েছেন ৪৬ ভোট। জিএস পদে আবদুল আলিম আরিফ পেয়েছেন ৮৫ ভোট এবং খাদিজাতুল কুবরা পেয়েছেন ৩২ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৮১ ভোট, আর তানজিল পেয়েছেন ৪০ ভোট।
ফিন্যান্স বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৩৮ ভোট, অন্যদিকে রাকিব পেয়েছেন ২৩১ ভোট। জিএস পদে আবদুল আলিম আরিফ পেয়েছেন ১৬৩ ভোট এবং খাদিজাতুল কুবরা পেয়েছেন ১১৩ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১৬৩ ভোট, আর আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১৭৮ ভোট।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০৬ ভোট, আর রাকিব পেয়েছেন ৯৪ ভোট। জিএস পদে আবদুল আলিম আরিফ পেয়েছেন ১১২ ভোট এবং খাদিজাতুল কুবরা পেয়েছেন ৫৩ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১০৫ ভোট, আর তানজিল পেয়েছেন ৮০ ভোট।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫১ ভোট এবং রাকিব পেয়েছেন ৩৯ ভোট। জিএস পদে আবদুল আলিম আরিফ পেয়েছেন ৪৬ ভোট, আর খাদিজাতুল কুবরা পেয়েছেন ১৮ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৪২ ভোট এবং তানজিল পেয়েছেন ৩০ ভোট।
ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০০ ভোট, আর রাকিব পেয়েছেন ৯১ ভোট। জিএস পদে আবদুল আলিম আরিফ পেয়েছেন ৯০ ভোট এবং খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৫ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৯৮ ভোট, আর তানজিল পেয়েছেন ৮৫ ভোট।
নৃবিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট, অন্যদিকে রাকিব পেয়েছেন ১১৮ ভোট। জিএস পদে আবদুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, আর খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭৩ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১০২ ভোট, বিপরীতে তানজিল পেয়েছেন ১২৬ ভোট।
লোকপ্রশাসন বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট এবং রাকিব পেয়েছেন ১৩২ ভোট। জিএস পদে আবদুল আলিম আরিফ পেয়েছেন ১২৩ ভোট, আর খাদিজাতুল কুবরা পেয়েছেন ৬২ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১৩০ ভোট এবং তানজিল পেয়েছেন ১০৬ ভোট।
ফার্মেসি বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৭৮ ভোট, অন্যদিকে রাকিব পেয়েছেন ৫৩ ভোট। জিএস পদে আবদুল আলিম আরিফ পেয়েছেন ৮৩ ভোট, আর খাদিজাতুল কুবরা পেয়েছেন ২৬ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৭৮ ভোট এবং তানজিল পেয়েছেন ৪৫ ভোট।
উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সমস্যার সমাধান শেষে দীর্ঘ বিরতির পর পুনরায় ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন। এখনও বাকি কেন্দ্রগুলোর ফল ঘোষণার অপেক্ষায় রয়েছে শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহল।
সবার দেশ/কেএম




























