Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৯, ৭ জানুয়ারি ২০২৬

মেশিনেই  জকসুর ভোট গগনার সিদ্ধান্ত

মেশিনেই  জকসুর ভোট গগনার সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শেষ পর্যন্ত মেশিনেই করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। উপাচার্য, নির্বাচন কমিশনার, বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বৈঠক শেষে নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশনারদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেকহোল্ডার, প্যানেলভুক্ত এবং স্বতন্ত্র ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আলোচনায় একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট গণনার বিষয়ে সবাই একমত হয়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে প্রায় ৩০০ ভোট বা তার কাছাকাছি ভোট কাস্ট হওয়া একটি কেন্দ্রের ব্যালট হাতে গণনা করা হবে। এরপর ওই একই ব্যালট দুটি ভিন্ন কোম্পানির গণনা মেশিনে গণনা করা হবে। ম্যানুয়াল গণনার ফলাফলের সঙ্গে যে মেশিনের ফল সবচেয়ে বেশি মিলবে, সে মেশিন দিয়েই বাকি সব ভোট গণনা করা হবে।

এ ছাড়া পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে মাঝেমধ্যে র‌্যান্ডমভাবে উভয় মেশিনে ভোট গণনা করা হবে। প্রয়োজনে কিছু ব্যালট হাতে গুনে তা মেশিনের ফলের সঙ্গে মিলিয়ে কার্যকারিতা যাচাই করা হবে। সব ভোট গণনা শেষে একসঙ্গেই জকসু নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হবে বলে জানান তিনি।

এর আগে রাত ১০টার দিকে উপাচার্যের কনফারেন্স রুমে ভিপি ও জিএস প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানেই ভোট গণনার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং শেষ পর্যন্ত এ সিদ্ধান্তে পৌঁছানো হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি