মেশিনেই জকসুর ভোট গগনার সিদ্ধান্ত
যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শেষ পর্যন্ত মেশিনেই করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। উপাচার্য, নির্বাচন কমিশনার, বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বৈঠক শেষে নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, নির্বাচন কমিশনারদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেকহোল্ডার, প্যানেলভুক্ত এবং স্বতন্ত্র ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আলোচনায় একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট গণনার বিষয়ে সবাই একমত হয়েছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে প্রায় ৩০০ ভোট বা তার কাছাকাছি ভোট কাস্ট হওয়া একটি কেন্দ্রের ব্যালট হাতে গণনা করা হবে। এরপর ওই একই ব্যালট দুটি ভিন্ন কোম্পানির গণনা মেশিনে গণনা করা হবে। ম্যানুয়াল গণনার ফলাফলের সঙ্গে যে মেশিনের ফল সবচেয়ে বেশি মিলবে, সে মেশিন দিয়েই বাকি সব ভোট গণনা করা হবে।
এ ছাড়া পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে মাঝেমধ্যে র্যান্ডমভাবে উভয় মেশিনে ভোট গণনা করা হবে। প্রয়োজনে কিছু ব্যালট হাতে গুনে তা মেশিনের ফলের সঙ্গে মিলিয়ে কার্যকারিতা যাচাই করা হবে। সব ভোট গণনা শেষে একসঙ্গেই জকসু নির্বাচনের পূর্ণাঙ্গ ফল ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এর আগে রাত ১০টার দিকে উপাচার্যের কনফারেন্স রুমে ভিপি ও জিএস প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানেই ভোট গণনার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং শেষ পর্যন্ত এ সিদ্ধান্তে পৌঁছানো হয়।
সবার দেশ/কেএম




























