Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৪, ১৪ ডিসেম্বর ২০২৫

উত্তপ্ত পরিস্থিতির পর আটক

সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন স্থগিত

সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন স্থগিত
ফাইল ছবি

বিশেষ ভাতার দাবিতে আন্দোলন চলাকালে একাধিক কর্মচারী আটকের ঘটনার পর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ তাদের সব ধরনের কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সংগঠনটির মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এ প্রেক্ষাপটে একটি বিশেষ মহল ও ফ্যাসিবাদীদের দোসররা দেশকে অস্থিতিশীল করার নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, চলমান জাতীয় পরিস্থিতি ও উদ্ভূত বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সব ধরনের কর্মসূচি ও কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখা হলো। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, কারও প্ররোচনায় কেউ যদি কোনও কর্মসূচি, বিশৃঙ্খলাপূর্ণ বা উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে যুক্ত হন, তাহলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।

এর আগে বিশেষ ভাতার দাবিতে গত বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে কর্মরত কর্মচারীরা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন। প্রায় ছয় ঘণ্টা ধরে চলা ওই পরিস্থিতির পর পুলিশের সহায়তায় অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করা হয়।

ওই ঘটনার পরদিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদীউল কবিরসহ অন্তত ১৪ জন কর্মচারীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনার পর সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন ও কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হলেও সর্বশেষ সিদ্ধান্তে আপাতত সব কর্মসূচি স্থগিত থাকছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক
ভয়াবহ বায়ুদূষণে দিল্লিতে হোম অফিস চালু
সুদানে শান্তিরক্ষীদের ওপর হামলায় ক্ষুব্ধ ঢাকা
বিপিএল খেলতে আসছেন মঈন আলি
সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে বিজিবি
হাদির ওপর হামলায় বাগাতিপাড়ায় বিএনপি-এনসিপির প্রতিবাদ মিছিল
হাদিকে নিষিদ্ধ গুপ্তবাহিনী হামলা করেছে: নোয়াখালীতে শিবির সেক্রেটারি
যুক্তরাষ্ট্র ছাড়ছেন কানাডার পর্যটকরা
দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার
সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন স্থগিত
দু’দিনের ব্যবধানে সোনার দামে বড় লাফ
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি সেনা নিহত, আহত ৮
হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের কার্যক্রম স্থগিত
ইমরান খান সম্পর্কে পোস্ট ব্লক বন্ধ করুন: ইলন মাস্ককে জেমিমা
বহিষ্কারে ডাবল হ্যাট্রিক বঞ্চিত মেজর আখতার
যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে লাখ লাখ মুসলিম
শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট–ফেজ ২’
হাদি আমার নির্বাচনী প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়: মির্জা আব্বাস
জুলাই অভ্যুত্থান নস্যাৎয়ের ষড়যন্ত্র রুখতে সর্বদলীয় ঐক্যের অঙ্গীকার