Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৬, ১৪ ডিসেম্বর ২০২৫

ইমরান খান সম্পর্কে পোস্ট ব্লক বন্ধ করুন: ইলন মাস্ককে জেমিমা

ইমরান খান সম্পর্কে পোস্ট ব্লক বন্ধ করুন: ইলন মাস্ককে জেমিমা
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কিত পোস্টগুলো ইচ্ছাকৃতভাবে দমন করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। 

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনের বরাতে জানা গেছে, তিনি ইলন মাস্কের মালিকানাধীন এ প্ল্যাটফর্মের বিরুদ্ধে ‘গোপন থ্রোটলিং’ বা নীরবে পোস্টের পৌঁছনো সীমিত করার অভিযোগ এনেছেন।

জেমিমা গোল্ডস্মিথ বলেন, ইমরান খানের কারাবাস, নির্জন বন্দিত্ব কিংবা তার সন্তানদের বাবার সঙ্গে যোগাযোগের সুযোগ না থাকা নিয়ে যখনই কোনও পোস্ট করা হয়, তখনই এক্স-এর অ্যালগরিদম সেটির দৃশ্যমানতা কমিয়ে দেয়। ইনস্টাগ্রাম ও এক্সে দেয়া একাধিক পোস্টে তিনি এ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

৭৩ বছর বয়সী সাবেক ক্রিকেট তারকা ও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ২০২৩ সালের আগস্টে দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে রাওয়ালপিন্ডির কারাগারে বন্দী রয়েছেন। তিনি শুরু থেকেই দাবি করে আসছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাকে সাজা দিয়ে আটক রাখা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তাকে কার্যত একটি ‘ডেথ সেল’-এ নির্জন অবস্থায় রাখা হয়েছে এবং তার সঙ্গে বাইরের যোগাযোগ প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন।

জেমিমা গোল্ডস্মিথ, যিনি ১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত ইমরান খানের স্ত্রী ছিলেন, অভিযোগ করেন—এক্স-এর এআই চ্যাটবট গ্রোক পর্যন্ত স্বীকার করছে যে পাকিস্তানি কর্তৃপক্ষ ইমরান খানের সমালোচনা দমনকে তাদের শীর্ষ অনলাইন আইন প্রয়োগের অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে। তার দাবি, প্ল্যাটফর্মটি পাকিস্তানে কার্যক্রম চালু রাখতে কর্তৃপক্ষের এ চাপ নীরবে মেনে নিচ্ছে।

তিনি আরও বলেন, পাকিস্তানের সব টিভি ও রেডিও চ্যানেলে কার্যত ইমরান খানের নাম ও ছবি নিষিদ্ধ। কারাদণ্ডের পর থেকে জনসমক্ষে তার একমাত্র পরিচিত দৃশ্য হলো আদালতে তোলা একটি ছবি। এ প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়াই ছিলো ইমরানের অবস্থা ও তার বিরুদ্ধে হওয়া অবিচার তুলে ধরার একমাত্র পথ।

ইলন মাস্ককে সরাসরি উদ্দেশ করে জেমিমা গোল্ডস্মিথ বলেন, এক্স ছিলো এমন একটি স্বাধীন প্ল্যাটফর্ম, যেখানে এ অন্যায় তুলে ধরা সম্ভব ছিলো। অথচ আপনি বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক্স বাকস্বাধীনতা রক্ষা করবে এবং বৈধ রাজনৈতিক মতপ্রকাশকে নীরব করবে না।

তিনি আরও দাবি করেন, ২০২৫ সালে এক্সে তার পোস্টগুলোর ভিউ নাটকীয়ভাবে কমে গেছে। তার হিসাব অনুযায়ী, পোস্টের দর্শকসংখ্যা ৯৭ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। ২০২৩ সালের শুরুতে যেখানে প্রতি মাসে তার পোস্টে ৪০০ মিলিয়ন থেকে ৯০০ মিলিয়ন ভিউ হতো, এখন তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

এ অভিযোগ ঘিরে আন্তর্জাতিক পরিসরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে—একদিকে বাকস্বাধীনতার প্রতিশ্রুতি, অন্যদিকে রাষ্ট্রীয় চাপের মুখে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ
আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও-কঠোর হুঁশিয়ারি জুলাই ঐক্যের
হাদির কিছু হলে সেদিনই সরকারের শেষদিন হবে-কঠোর হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
জকসু নির্বাচনে ভিপি পদসহ ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
তফসিল ঘোষণার পর লালমনিরহাট জুড়ে উৎসবের আমেজ
নোয়াখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুলে ভরেছে যশোরের গদখালী, চাষিদের মুখে ফের হাসি
ভারতীয় আগ্রাসন ও আওয়ামী ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধের ডাক
হাদির হামলাকারীদের আশ্রয় দিলে ঢাকায় ভারতীয় দূতাবাস বন্ধ: হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক
বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস
সিঙ্গাপুরে নেয়া হচ্ছে হাদিকে, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স