Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৩, ১১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:১৪, ১১ ডিসেম্বর ২০২৫

প্রেস সেক্রেটারি লেভিটকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প

‘আর ঠোঁট—যা থামেই না; ছোট মেশিনগানের মতো’

‘আর ঠোঁট—যা থামেই না; ছোট মেশিনগানের মতো’
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় সাম্প্রতিক এক নির্বাচনী সমাবেশে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে নিয়ে একের পর এক ব্যক্তিগত মন্তব্য করে আবারও আলোচনায় এলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থনৈতিক এজেন্ডা তুলে ধরার কথা থাকলেও হঠাৎ মনোযোগ সরিয়ে ২৮ বছর বয়সী প্রেস সেক্রেটারিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন তিনি।

সমাবেশে উপস্থিত জনতার দিকে তাকিয়ে ট্রাম্প বলেন, আজ আমরা আমাদের সুপারস্টার ক্যারোলিনকে এনেছি। সে কি দারুণ নয়? তার প্রশ্নে জনতা উচ্ছ্বাসে ফেটে পড়ে। এরপরই ট্রাম্প লেভিটের আত্মবিশ্বাস, টেলিভিশনে উপস্থিতি থেকে শুরু করে মুখ ও ঠোঁট নিয়েও মন্তব্য করতে থাকেন।

তিনি বলেন, 

ফক্স নিউজে যখন সে যায়, পুরো স্টুডিও নিয়ন্ত্রণে নিয়ে নেয়… দাঁড়ালে তার সে মুখ, আর ঠোঁট—যা থামেই না; ছোট মেশিনগানের মতো। মন্তব্য করতে গিয়েই তিনি অদ্ভুত শব্দও করে দেখান।

ট্রাম্প দাবি করেন, লেভিটের আত্মবিশ্বাসী উপস্থিতি আসলে ট্রাম্প প্রশাসনের ‘সঠিক নীতি’র প্রতিফলন। তিনি বলেন, তার ভয় পাওয়ার কিছু নেই… কারণ আমরা নারীদের খেলায় পুরুষদের ঢুকতে দিই না, আমাদের ওপর জেন্ডার ইস্যু চাপানো হয় না। আমরা খোলা সীমান্তও চাই না, যেখানে সারা দুনিয়া, এমনকি অপরাধীরাও ঢুকে পড়তে পারে। তাই তার কাজ সহজ।

এ ধরনের মন্তব্য ট্রাম্প এর আগেও করেছিলেন। গত আগস্টে নিউজম্যাক্সকে দেয়া সাক্ষাৎকারেও তিনি লেভিটের ‘মুখ, মস্তিষ্ক ও ঠোঁট’ নিয়ে একইরকম ভাষায় প্রশংসা করেছিলেন।

ট্রাম্প আরও বলেন, আমার চেয়ে ভালো প্রেস সেক্রেটারি কোনো প্রেসিডেন্টের ছিলো না।

২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্প প্রশাসনে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করা ক্যারোলিন লেভিট নিউ হ্যাম্পশায়ারের রাজনীতিতে পরিচিত মুখ। তার স্বামী ৬০ বছর বয়সী নিকোলাস রিচিও একজন রিয়েল এস্টেট ডেভেলপার। দম্পতির নিকো নামে এক ছেলে আছে।

কংগ্রেসনাল আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ব্যর্থ হওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে তিনি আবারও প্রেস সেক্রেটারির দায়িত্বে ফিরে আসেন এবং যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কমবয়সী হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তিনি এখন পঞ্চম প্রেস সেক্রেটারি।

সূত্র: এনডিটিভি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
দিল্লির আধিপত্য ঠেকাতে ঐক্যের ডাক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত -এনসিপির বৈঠক
জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান
হাদিকে গুলি করা ফয়সাল যেভাবে জামিন পেলেন
হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কার আটক করলো ইরান
কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৪৫ জন উদ্ধার
শ্বাস নিতে পারছেন হাদি, জানালেন ফাহিম ফারুকী
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, গ্রেফতারের প্রস্তুতি
হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’
হাদির ব্রেইন স্টেমে ‘ম্যাসিভ ইনজুরি’, সংকটময় ৭২ ঘণ্টা
হাদিকে দেখতে হাসপাতালে ছুটলেন তিন উপদেষ্টা