Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০২, ১৮ অক্টোবর ২০২৫

গুরুত্বপূর্ণ পরিবর্তন এলো ধারায়

জুলাই সনদে রাখা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র

জুলাই সনদে রাখা হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র
ছবি: সংগৃহীত

বামপন্থী দলগুলোর আপত্তির পর জুলাই জাতীয় সনদ ২০২৫-এ আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। নতুন সংস্করণে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে—সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ পড়বে না। অর্থাৎ, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত মুজিবনগর সরকারের ঘোষণাপত্র সংবিধানের অংশ হিসেবেই থাকবে।

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর জাতীয় ঐকমত্য কমিশন চূড়ান্ত সনদের বই রাজনৈতিক নেতা ও অতিথিদের হাতে তুলে দেয়। পরে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সনদের অঙ্গীকারনামার পঞ্চম ধারা পরিবর্তন করা হয়েছে। সংশোধিত কপির পিডিএফ সংস্করণ স্বাক্ষরকারী দলগুলোর কাছে হস্তান্তর করা হয়।

চূড়ান্ত সনদে প্রতিটি প্রস্তাবের পাশে দলগুলোর আপত্তি বা নোট অব ডিসেন্ট স্পষ্টভাবে সংযোজন করা হয়েছে। সেখানে বলা হয়েছে—কোনও দল নির্বাচনে বিজয়ী হলে, তারা নিজস্ব ইশতেহারে উল্লেখিত নীতির আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।

এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর কাছে ঐকমত্য কমিশন যে খসড়া সনদ পাঠায়, তাতে বলা হয়েছিল—সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ বিলুপ্ত করা হবে এবং সংশ্লিষ্ট পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল সংবিধান থেকে বাদ দেয়া হবে। এ প্রস্তাবের বিরোধিতা করে ৯টি দল আপত্তি জানায়।

পরদিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ জাসদ ঘোষণা দেয় যে, তারা সনদে স্বাক্ষর করবে না। তাদের অন্যতম প্রধান আপত্তি ছিলেঅ—স্বাধীনতার ঘোষণা বাদ দেয়ার সুপারিশ।

বাম দলগুলোর এ আপত্তির পর শুক্রবার অনুষ্ঠানের আগেই কমিশন পঞ্চম ধারায় পরিবর্তন আনে। চূড়ান্ত সনদে বলা হয়েছে—সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ সংশোধন করা হবে, তবে সংশ্লিষ্ট পঞ্চম ও ষষ্ঠ তফসিল সংবিধানে রাখা হবে না। এর ফলে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের অংশ হিসেবেই বহাল থাকবে।

প্রসঙ্গত, ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে সংযোজিত তিনটি তফসিলের মধ্যে—

  • পঞ্চম তফসিলে রয়েছে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ,
  • ষষ্ঠ তফসিলে আছে ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা,
  • সপ্তম তফসিলে যুক্ত আছে ১০ এপ্রিলের মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র।

জুলাই সনদের সংশোধিত সংস্করণ অনুসারে, সংবিধান সংস্কারের সময় ৭ মার্চের ভাষণ ও ২৬ মার্চের ঘোষণাটি তফসিল থেকে বাদ পড়লেও, ১০ এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে বহাল থাকবে।

এদিকে স্বাক্ষর অনুষ্ঠানে ২৫টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি জুলাই সনদে স্বাক্ষর করেছেন। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেন, এ সনদের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো। এর মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে প্রবেশ করলাম।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন