খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। তার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনেও শোক প্রকাশ করা হয়েছে এবং একাধিক দেশ আনুষ্ঠানিকভাবে প্রতিনিধিত্ব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসবেন। ভারতের পক্ষ থেকে এটি একটি আনুষ্ঠানিক শোক প্রতিনিধিত্ব হিসেবে বিবেচিত হচ্ছে।
এ ছাড়াও পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিক বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। পাশাপাশি ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীও ঢাকায় এসে শোক জানাতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।
সূত্র আরও জানায়, বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষকৃত্যে আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় কূটনৈতিক ও নিরাপত্তা প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর।
এর আগে গত ২৩ নভেম্বর তাকে গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশসহ আন্তর্জাতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সবার দেশ/কেএম




























