উত্তেজনা তুঙ্গে
কোলকাতায় বাংলাদেশ মিশনে ভ্রমণ ভিসা বন্ধ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে আপাতত ভ্রমণ ভিসা গ্রহণ ও প্রক্রিয়াকরণ বন্ধ রাখা হয়েছে। তবে বিজনেসসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। সরকারের দায়িত্বশীল সূত্র বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ঢাকার পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কোলকাতার বাংলাদেশ মিশন থেকে ভ্রমণ ভিসার আবেদন গ্রহণসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম স্থগিত থাকবে। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও নোটিশও জারি করা হবে না বলে জানা গেছে।
ভারতজুড়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশবিরোধী মনোভাব ও উত্তেজনা চরমে পৌঁছেছে। দিল্লি ও আগরতলায় নজিরবিহীন বিক্ষোভের ঘটনার পর সেখানে ভিসা কার্যক্রম বন্ধ হয়ে যায়। একই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত ভিসা সেবা কেন্দ্রে উগ্রবাদীদের হামলার ঘটনায় কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
এদিকে মুম্বাইয়েও বাংলাদেশ মিশনকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার অফিস ছুটির পর কোনও ধরনের আগাম সতর্কতা ছাড়াই হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতা-কর্মীরা মুম্বাইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশনের একেবারে সামনে চলে আসে। তারা মিশনের প্রায় ৩০ মিটারের মধ্যে অবস্থান নিয়ে বাংলাদেশবিরোধী স্লোগান দিতে শুরু করে।
প্রায় দেড় শতাধিক ভিএইচপি নেতা-কর্মী ব্যানার ও ফেস্টুন হাতে ‘বাংলাদেশ মুর্দাবাদ’সহ নানা উসকানিমূলক স্লোগান দেয়। একপর্যায়ে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় পুলিশকে বেশ বেগ পেতে হয়।
তবে মুম্বাইয়ের বাংলাদেশ উপ-হাইকমিশনার ফারহানা চৌধুরীসহ মিশনের সব কর্মকর্তা-কর্মচারী নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। প্রতিদিনের মতো বিকেল পাঁচটায় অফিস ছুটি হওয়ায় তারা ঘটনার সময় মিশনে উপস্থিত ছিলেন না এবং নিজ নিজ বাসভবনের পথে ছিলেন।
হঠাৎ করে বিক্ষোভকারীদের এমন উপস্থিতিতে মিশনে দায়িত্বরত পুলিশ সদস্যরাও কিছুটা হতবাক হয়ে পড়েন। প্রায় আধা ঘণ্টা ধরে উত্তেজনা চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশ মিশন ও ভিসা কেন্দ্রকে ঘিরে ধারাবাহিক বিক্ষোভ এবং নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটেই কলকাতায় ভ্রমণ ভিসা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকার নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
সবার দেশ/কেএম




























