Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৮, ১১ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:২৮, ১১ জানুয়ারি ২০২৬

নজরদারি জোরদার

৩২ হাজার ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরা দেয়া হবে: আইজিপি

৩২ হাজার ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরা দেয়া হবে: আইজিপি
ছবি: সংগৃহীত

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের ৩২ হাজার ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক নতুন ব্যবস্থা নেয়া হচ্ছে। ঝুঁকিপূর্ণ ও মধ্যম ঝুঁকিতে থাকা মোট ২৪ হাজার ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বডি ক্যামেরা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে রংপুর বিভাগে কর্মরত পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সঙ্গে বিশেষ কল্যাণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি জানান, দেশের ইতিহাসে এ প্রথম পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনের জন্য আলাদা প্রশিক্ষণ দেয়া হচ্ছে। শুক্রবার পর্যন্ত দেড় লাখ পুলিশ সদস্যের মধ্যে ১ লাখ ৩৩ হাজারকে নির্বাচনী প্রশিক্ষণ দেয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারির মধ্যে বাকি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন হবে। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এর পাশাপাশি ঝুঁকিপূর্ণ ৮ হাজার এবং মধ্যম ঝুঁকিতে থাকা ১৬ হাজার ভোটকেন্দ্রে কর্মরত পুলিশ সদস্যদের বডি ক্যামেরার আওতায় আনা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের নিরপেক্ষ ভূমিকা প্রসঙ্গে আইজিপি বাহারুল আলম বলেন, আইনশৃঙ্খলা সভায় উপদেষ্টাদের স্পষ্টভাবে জানিয়েছি—নির্বিঘ্নে আইন প্রয়োগের জন্য পুলিশকে পূর্ণ সমর্থন ও গ্রিন সিগন্যাল দিতে হবে। আমি নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করতে চাই। বড় দল বা প্রভাবশালী নেতাদের গ্রেফতার নিয়ে কথা হবে—এ ভয়ে যদি পুলিশ কাজ করতে না পারে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষা সম্ভব নয়।

তিনি বলেন, পুলিশ যদি অন্যায় করে, তাহলে অবশ্যই আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু আইনগত কাজ করতে গেলে অনেক সময় মানুষ ভুল বোঝে। তারা মনে করে, এরা তো আগের পুলিশ—তারা কেন গ্রেফতার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে। অথচ নির্বিঘ্নে আইন প্রয়োগ করাই পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সমাজের পূর্ণ সমর্থন ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়।

নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরে আইজিপি বলেন, নির্বাচনের সময় পুলিশের সঙ্গে ছয় লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবে। পাশাপাশি নির্বাচন-পূর্ব সময় থেকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সহায়তায় থাকবে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ড অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে কাজ করছে।

পুলিশ বাহিনীর অতীত ভূমিকা নিয়ে আত্মসমালোচনা করে আইজিপি বলেন, গত ১৫ বছরে পুলিশ অনেক ক্ষেত্রে দলীয় পুলিশে পরিণত হয়েছিলো। নানা ধরনের বিচ্যুতি ও গণবিরোধী কাজ হয়েছে। জুলাই-আগস্টে বিপুলসংখ্যক আন্দোলনকারী শহীদ হয়েছেন। কিছু লোভী ও দলকানা পুলিশ সদস্যের কারণে পুরো বাহিনীকে দায় বহন করতে হয়েছে। এসব ভুল থেকে বেরিয়ে এসে পুলিশকে আবার পেশাদার ও জনগণের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে গত এক বছর ধরে চেষ্টা চলছে।

অপরাধ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অপরাধ শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রতিবছর গড়ে সাড়ে তিন হাজার থেকে চার হাজার হত্যাকাণ্ড ঘটে। আমাদের চেষ্টা থাকবে, যেন একজন মানুষও প্রাণ না হারায়। শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড পুরো জাতিকে নাড়া দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা আমাদের ওপর বড় দায়িত্ব।

তিনি আরও বলেন, খুলনা অঞ্চলে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অধিকাংশ ঘটনায় সুষ্ঠু তদন্ত করা সম্ভব হয়েছে। দেশের সব সম্প্রদায়ের মানুষ শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। তবে সুযোগসন্ধানীরা যদি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, তাদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে।

জুলাই-আগস্ট পরবর্তী সময়ে সংখ্যালঘুদের ওপর হামলা, মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে আইজিপি বলেন, প্রতিটি ঘটনায় মামলা করে দোষীদের বিরুদ্ধে চার্জশিট দেয়ার চেষ্টা করা হয়েছে। তবে বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতার কারণে অনেক মামলার নিষ্পত্তি হতে সময় লাগছে। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত রংপুর বিভাগে হত্যাকাণ্ডের মামলার মাত্র এক-তৃতীয়াংশের বিচার সম্পন্ন হয়েছে। মামলা জট ও দীর্ঘ বিচারপ্রক্রিয়ার কারণে অপরাধীরা উৎসাহিত হচ্ছে, যা পুরো ব্যবস্থার দুর্বলতা নির্দেশ করে।

তিনি বলেন, এসব ক্ষেত্রে বিশেষ আইন প্রণয়ন ও বিচার ব্যবস্থায় সংস্কার জরুরি। সামনে রাজনৈতিক সরকার বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখবে বলে প্রত্যাশা করছি।

এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী, জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি