Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৬, ১৭ অক্টোবর ২০২৫

‘জুলাই সনদ জাতীয় ঐক্যে’র নামে জাতির সঙ্গে প্রতারণা: নাহিদ ইসলাম

‘জুলাই সনদ জাতীয় ঐক্যে’র নামে জাতির সঙ্গে প্রতারণা: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

‘জুলাই সনদ’ ঘিরে চলমান বিতর্কের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এটি কোনো জাতীয় ঐক্যের চুক্তি নয়—বরং জাতীয় ঐক্যের নামে জাতির সঙ্গে সুপরিকল্পিত প্রতারণা।

শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন,

জাতীয় ঐক্য গঠিত হয় তখনই, যখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। কিন্তু এ ‘জুলাই সনদ’ কোনও জনগণের ঐক্য নয়, বরং এটি ক্ষমতার দালালচক্রের এক প্রহসন।

তিনি আরও বলেন, জাতীয় শ্রমিক শক্তি হবে শ্রমিকদের মুক্তির প্ল্যাটফর্ম। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিলো। আজও তাদের ন্যায্য দাবি উপেক্ষিত। শ্রমিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য এ শক্তিই লড়বে।

বক্তব্যের শেষে নাহিদ ইসলাম জাতীয় শ্রমিক শক্তির মুখ্য সংগঠক, সদস্য সচিব ও আহ্বায়কের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যারা শ্রমিক অধিকার আদায়ের নতুন এ প্ল্যাটফর্মকে স্বাগত জানান।

সবার দেশ/কেএম

সর্বশেষ