Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪২, ২৭ অক্টোবর ২০২৫

পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আজ

পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় আজ
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী চূড়ান্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে আজ সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা—এ পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে কেবল মনোনয়নপ্রত্যাশীরাই অংশ নিতে পারবেন। কোনো সহকর্মী বা অনুসারীকে সঙ্গে আনা যাবে না—এমন নির্দেশনা দেয়া হয়েছে।

দলের সূত্রে জানা গেছে, মনোনয়ন যাচাই-বাছাইয়ের এ প্রক্রিয়ায় তারেক রহমান প্রার্থীদের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক ভূমিকা, জনপ্রিয়তা ও নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে সরাসরি জানতে চাইবেন। এরপর পর্যায়ক্রমে দেশের বাকি বিভাগগুলোর মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

বিএনপির এ ভার্চুয়াল বৈঠকগুলোকে দলের নির্বাচনী প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ