কিছু সময় কাটালেন এভারকেয়ারে
হাসপাতালে অসুস্থ মায়ের পাশে তারেক রহমান
দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর দ্বিতীয় দিনের মতো হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে প্রায় এক ঘণ্টা অবস্থান করে তারেক রহমান তার মায়ের চিকিৎসার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি পুনরায় গুলশানের বাসভবনে ফিরে যান।
মা-ছেলের দীর্ঘ প্রতীক্ষার সাক্ষাৎ
গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে সরাসরি গণসংবর্ধনায় যোগ দিয়েছিলেন তারেক রহমান। সেখান থেকে সেদিন বিকালেই তিনি হাসপাতালে গিয়ে প্রায় দুই দশক পর তার মাকে দেখার সুযোগ পান। আজ দ্বিতীয় দফায় তিনি আবারও অসুস্থ মায়ের পাশে কিছু সময় কাটালেন। দীর্ঘ ১৭ বছর পর মায়ের সাথে তার এ সাক্ষাৎ রাজনৈতিক নেতাকর্মীদের মাঝেও বেশ আবেগঘন পরিবেশ তৈরি করেছে।
খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’ (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য হলো:
- ভেন্টিলেটর সাপোর্ট: ফুসফুসে সংক্রমণ এবং শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় বর্তমানে তাকে ‘ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে’ রাখা হয়েছে।
- বিবিধ জটিলতা: ৭৯ বছর বয়সী এ নেত্রী দীর্ঘস্থায়ী লিভার জটিলতা, কিডনি সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস এবং আথ্রাইটিসে ভুগছেন।
- চিকিৎসকদের বক্তব্য: মেডিকেল বোর্ডের মতে, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তার অঙ্গপ্রত্যঙ্গগুলোকে বিশ্রাম দিতে এ কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে।
কর্মব্যস্ত সময় কাটছে তারেক রহমানের
দেশে ফেরার পর থেকেই অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান। গতকাল বিমানবন্দরে অবতরণের পর সংবর্ধনায় অংশ নিয়েছিলেন তিনি। আজ শুক্রবার সকালে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। এরপর সেখান থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতির প্রতিও সম্মান জানান তিনি।
বিএনপি নেতাদের মতে, তারেক রহমানের এ ঘনঘন হাসপাতাল পরিদর্শন এবং পরিবারের প্রতি মনোযোগ দলের তৃণমূল কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।
সবার দেশ/কেএম




























