যেকোনও সময় গ্রেফতার বললেন ডিএমপি কমিশনার
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, গ্রেফতারের প্রস্তুতি
ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর গুলি চালানো সন্ত্রাসীদের শনাক্ত করেছে পুলিশ। যেকোনো মুহূর্তে তাদের গ্রেফতার সম্ভব বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শুক্রবার রাত ১২টার দিকে এক সাক্ষাৎকারে তিনি জানান, হামলাকারীদের পরিচয় নিশ্চিত হয়েছে এবং গ্রেফতারের প্রস্তুতি শেষ পর্যায়ে।
ডিএমপি কমিশনার বলেন, ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ ইতোমধ্যে অভিযান পরিচালনা করছে। খুব শিগগিরই আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে পরিবারের সিদ্ধান্তে গুরুতর আহত হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। চিকিৎসা বোর্ড জানিয়েছে, তার অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও ঢাকা–৯ আসনের প্রার্থী ডা. তাসনিম জারা হাসপাতালে সাংবাদিকদের বলেন, হাদির একটি অপারেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আপাতত নতুন করে আর অপারেশন লাগবে না বলে মনে করছেন চিকিৎসকেরা। তবে তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেন, রোগী সংকটাপন্ন অবস্থায় আছেন, তাই অযথা হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানাচ্ছি।
শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকার সামনে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুজন দুর্বৃত্ত ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ঢামেকে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ বলেন, হাদির মাথার ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কান বরাবর বেরিয়ে গেছে। গুলির কিছু অংশ এখনো মস্তিষ্কে রয়ে গেছে।
হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও বিস্তৃত তদন্ত করে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন।
আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন শরিফ ওসমান হাদি, আর বাইরে তার ওপর হামলার রহস্য উন্মোচনে দ্রুতগামী গোয়েন্দা ও পুলিশি তৎপরতা চলছে।
সবার দেশ/কেএম




























