Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৪, ২৬ নভেম্বর ২০২৫

মনোনয়নকে ঘিরে উত্তেজনা

রাজশাহীতে বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

রাজশাহীতে বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০
ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোর উপজেলা সদরে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন ও মনোনয়নবঞ্চিত সুলতানুল ইসলাম তারেকের অনুসারীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

যেভাবে শুরু হলো সংঘর্ষ

স্থানীয় সূত্র জানায়, শরীফ উদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে সন্ধ্যায় তানোর উপজেলা সদরে মশাল মিছিল বের করেন সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা। এ সময় শরীফ উদ্দিনের সমর্থকরা মিছিলে বাধা দেন এবং ধাওয়া–পাল্টা ধাওয়ার পরপরই ইট-পাটকেল ছোড়া শুরু হয়। মুহূর্তেই দুই পক্ষের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুলতানুল ইসলাম তারেকের অভিযোগ

সুলতানুল ইসলাম তারেক বলেন,

সারা দেশে বিএনপিতে প্রার্থী পছন্দ না হলে যে বিক্ষোভ হচ্ছে, আমাদের এখানেও একই কারণে প্রতিবাদ হয়েছে। শান্তিপূর্ণ মশাল মিছিল চলছিলো, কিন্তু শরীফ সাহেবের লোকজন হামলা করেছে।

তিনি আরও অভিযোগ করেন, সাবেক মেয়র এবং বহিষ্কৃত বিএনপি নেতা মিজানুর রহমান মিজানের নির্দেশেই হামলা চালানো হয়েছে। তার অনুসারীদের বহনকারী অন্তত ১৮টি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। এমনকি গাড়ির চাবিও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দেয়া হবে বলেও জানান তারেক।

শরীফ উদ্দিনপক্ষ নীরব

এ ঘটনায় প্রতিক্রিয়া জানতে শরীফ উদ্দিনপক্ষের অন্যতম নেতা সাবেক মেয়র মিজানুর রহমানকে ফোন করা হলেও তিনি কল ধরেননি।

পুলিশের অবস্থান

গোদাগাড়ী সার্কেলের এএসপি মীর্জা মো. আব্দুস সালাম বলেন,

মিছিল–সমাবেশ করা যেকোনও দল–গোষ্ঠীর অধিকার। মিছিলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাজশাহী-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, কেন্দ্রীয় সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত অভ্যন্তরীণ কোন্দল আরও বাড়তে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন