২৫ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকায় নামবেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরছেন। ওই দিন সকাল ১০টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।
বিমানবন্দরে ইমিগ্রেশনসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বেলা ১১টার দিকে তিনি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসার উদ্দেশে রওনা হবেন। তারেক রহমানের এ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
এ বিষয়ে গত সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি মঙ্গলবার একই স্থানে দলের যৌথসভাও অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে অংশ নেওয়া নেতারা জানান, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। তাদের ধারণা, যেদিন তিনি ঢাকার মাটিতে অবতরণ করবেন, সেদিন রাজধানীজুড়ে বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যেতে পারে।
নেতারা জানান, তারেক রহমানের আগমন যেন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ হয়, সে জন্য দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দেয়া হচ্ছে। একই সঙ্গে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও প্রত্যাশা করছে বিএনপি।
বিএনপির এক গুরুত্বপূর্ণ নেতা জানান, ঢাকায় অবতরণের আগে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট বিমানবন্দরে যাত্রাবিরতি করবে। সেখানে কোনও ধরনের নেতাকর্মীর জমায়েত না করতে আগেই দলীয়ভাবে বার্তা দেয়া হয়েছে। পাশাপাশি ঢাকার বাইরে থেকে আগত নেতাকর্মীদের জন্য রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট স্পট নির্ধারণ করে দেয়া হচ্ছে।
তিনি আরও জানান, এসব স্পটে বড় পর্দার ডিজিটাল স্ক্রিন বসানো হবে, যাতে নেতাকর্মীরা সেখান থেকেই তারেক রহমানের আগমন সরাসরি দেখতে পারেন। দলীয় ব্যবস্থাপনায় এ আয়োজন সম্পন্ন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
দলটির নেতারা মনে করছেন, দীর্ঘ সময় পর তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হবে।
সবার দেশ/কেএম




























