প্রবাসীদের শোক ও শ্রদ্ধা
মালদ্বীপের জাতীয় মসজিদে খালেদা জিয়ার গায়েবানা জানাজা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মালদ্বীপ বিএনপি ও বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী মালে অবস্থিত মালদ্বীপের জাতীয় মসজিদে আয়োজিত এ জানাজায় প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) আসরের নামাজ শেষে জাতীয় মসজিদে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে মালদ্বীপের স্থানীয় নাগরিকদের পাশাপাশি বিভিন্ন পেশায় কর্মরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। শোক ও শ্রদ্ধার পরিবেশে তারা সবাই বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
জানাজা শেষে প্রবাসীদের উদ্দেশে বক্তব্য দেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জনগণের অধিকার আদায়ের বাস্তব শিক্ষা পেয়েছে। তিনি যে আদর্শ, সাহস ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রেখে গেছেন, তা অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত।
এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শোকবই খোলা হয়েছে। শোকবইয়ে স্বাক্ষর করেন মালদ্বীপে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার নিক লো এবং ভারতের হাইকমিশনার শ্রী জি. বালাসুব্রহ্মণ্যম। তারা উভয়েই বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
গায়েবানা জানাজায় অংশ নেয়া প্রবাসীদের উদ্দেশে বক্তব্যে মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, জাতির এ ক্রান্তিকালে গণতন্ত্রের মানসকন্যা হিসেবে পরিচিত নেত্রীকে হারিয়ে দেশের সুস্থধারার রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। ব্যক্তিগতভাবেও তিনি একজন রাজনৈতিক অভিভাবককে হারিয়েছেন বলে মন্তব্য করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো. আলমগীর সিকদার, মালদ্বীপ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গায়েবানা জানাজা ও শোকানুষ্ঠানের মাধ্যমে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিরা শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণ করেন দেশের অন্যতম প্রভাবশালী এ রাজনৈতিক নেত্রীকে।
সবার দেশ/কেএম




























