Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:০৮, ১৯ ডিসেম্বর ২০২৫

জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা

‘হাদি আর আমাদের মাঝে নেই, রাজনৈতিক পরিসরে অপূরণীয় ক্ষতি’

‘হাদি আর আমাদের মাঝে নেই, রাজনৈতিক পরিসরে অপূরণীয় ক্ষতি’
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতের জাতির উদ্দেশ্যে দেয়া জরুরি ভাষণে তিনি মৃত্যুসংবাদটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টা বলেন, তিনি জাতির সামনে হাজির হয়েছেন অত্যন্ত হৃদয়বিদারক সংবাদ নিয়ে—সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির এ নেতাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

ভাষণে ইউনূস বলেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি আর আমাদের মাঝে নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি আরও জানান, কয়েক মুহূর্ত আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান টেলিফোনে তাকে মৃত্যুসংবাদটি জানান। ইউনূস এ মৃত্যুকে ‘ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের অমর সৈনিকের বিদায়’ বলে উল্লেখ করেন এবং দোয়া করেন—মহান আল্লাহ যেন তাকে শহিদ হিসেবে কবুল করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির প্রয়াণ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, গণতান্ত্রিক সংগ্রাম এবং ক্ষমতার প্রশ্নে জনগণের প্রত্যাশার জায়গায় এক বিশাল শূন্যতা তৈরি করল। এ মৃত্যুতে দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি হলো—বলেন তিনি।

ড. ইউনূস তার ভাষণে হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তিনি শোকসন্তপ্ত স্ত্রী ও নতুন সন্তানের নিরাপত্তা–বিষয়ক উদ্বেগ বুঝতে পারেন। তিনি হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং ন্যায়বিচারের প্রতিশ্রুতি দেন।

ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী হিসেবে আলোচনায় আসেন এবং ভারতের ভূ-রাজনৈতিক আধিপত্য, দুর্নীতি ও ক্ষমতাবানদের বিরুদ্ধে ধারালো বক্তব্য দিয়ে জনসমর্থন অর্জন করেন। তার ওপর সশস্ত্র হামলা, মাথায় গুলিবিদ্ধ হওয়া এবং পরবর্তী সময়ে সিঙ্গাপুরে স্থানান্তরের পুরো প্রক্রিয়াটি নিয়ে দেশজুড়ে ক্ষোভ ও বিক্ষোভ চলছে।

হাদির মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা আসতেই সোশ্যাল মিডিয়ায় দুঃখ, শোক, ক্ষোভ ও প্রতিশোধের দাবিতে বিস্ফোরণ ঘটেছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় রাতেই বিক্ষোভ শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শেখ হাসিনাকে আশ্রয় দেয়া ভারতের মানবিক ঐতিহ্যের অংশ
ইলিয়াসের ২২ লাখ ফলোয়ারের ফেসবুক পেজ সরিয়ে নিলো মেটা
‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ লুকালেন স্বামী
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
সব দেশপ্রেমী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির
লন্ডনে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা
বিএনপির মাসুদ সরে দাঁড়ানো থেকে ফিরে এসে যা বললেন
ধানের শীষে নির্বাচনের জন্য দল ছাড়ছেন জোটের নেতারা
হাদির হত্যায় জাতিসংঘের নিন্দা: স্বচ্ছ তদন্তের আহ্বান
৯০-এর স্টাইলে রোমান্স চান অনন্যা
হাদি হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ ও ‘লং মার্চ টু বর্ডার’
দিনাজপুরে বিয়ের দাওয়াত খেয়ে ৬০ জন অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন
জবিতে টেকসই উন্নয়নে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন
শহীদ ওসমান হাদির জানাজা আজ দুপুর দুইটায়
দেশে ফেরার পথে তারেক রহমান: পেয়েছেন ট্রাভেল পাস
বিশ্বশান্তির সারথীদের লাশ আসছে শনিবার
খালেদা জিয়ার অবস্থা এক মাসে সবচেয়ে স্থিতিশীল আজ: ডা. জাহিদ