Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৬, ৯ আগস্ট ২০২৫

নির্বাচন ও সরকার গঠন

যুগপৎ জোটের সঙ্গে দেয়া প্রতিশ্রুতি অটুট থাকবে: তারেক রহমান

যুগপৎ জোটের সঙ্গে দেয়া প্রতিশ্রুতি অটুট থাকবে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

আসন্ন নির্বাচন ও সরকার গঠনের প্রশ্নে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে করা প্রতিশ্রুতি থেকে বিএনপি একচুলও সরে আসবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের রায়ে সরকার গঠনের মধ্য দিয়েই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্রে রূপান্তর করা হবে।

শুক্রবার (৮ আগষ্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি এবং বাংলাদেশ লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় জনগণের সম্মিলিত প্রতিরোধ ও জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরতন্ত্রের পতন ঘটেছে। এ ঐক্যই আগামী নির্বাচনের অন্যতম ভিত্তি।

একাধিক শরিক দলের নেতারা জানান, বৈঠকে তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন—একসঙ্গে নির্বাচন ও সরকার গঠনের যে কমিটমেন্ট ছিলো, বিএনপি সেখান থেকে শস্য পরিমাণও সরবে না।

১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, বিএনপি একক কোনও সিদ্ধান্তে যাচ্ছে না, বরং সম্মিলিতভাবেই নির্বাচনে অংশগ্রহণ ও সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে।

তারেক রহমান আরও বলেন, 

বর্তমান সময়ে একটি অদৃশ্য শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে। সবাইকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।

সংস্কারের বিষয়ে তারেক রহমান বলেন, 

অনেকে সংস্কারের কথা বলেন, কিন্তু কোনো দল সুনির্দিষ্ট রূপরেখা দেয়নি। বিএনপি দুই বছর আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব উত্থাপন করেছে, যা শুধুমাত্র বিএনপির নয়, যুগপৎ আন্দোলনের সব শরিক দল মিলে এটি চূড়ান্ত করেছে। এ ৩১ দফার ভিত্তিতেই ভবিষ্যৎ সরকার রাষ্ট্র পরিচালনা করবে।

সভায় বিএনপির পক্ষ থেকে শরিকদের আরও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় এবং নির্বাচনপূর্ব ও পরবর্তী রাজনৈতিক রূপরেখা নিয়ে নতুন করে আলোচনার পথ উন্মুক্ত রাখা হয়।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নির্বাচন ও গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ালে লাভ নেই: রিজওয়ানা হাসান
ট্রাম্পকে প্রকাশ্য হত্যার হুমকি, তেহরানের বার্তা ঘিরে উত্তেজনা
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল
বাজার স্থিতিশীল করতে এলপি গ্যাস আমদানির পথে সরকার
ঢাকার তিন পয়েন্টে ফের অবরোধে সাত কলেজের শিক্ষার্থীরা
সিলেট সীমান্তে বিস্ফোরকের রহস্যজনক প্রবেশ: নাশকতার আশঙ্কা
পাঁচ ঘণ্টার স্থগিতাদেশ শেষে ইরানের আকাশসীমা পুনরায় উন্মুক্ত
জামায়াত নেতৃত্বাধীন ইসলামি জোট থেকে সরে দাঁড়াচ্ছে ইসলামী আন্দোলন
শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে স্ত্রীর ফেসবুক পোস্ট
নাজমুলের পদত্যাগে অচলাবস্থা: না খেলার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা
এনআইডির গোপন তথ্য পাচারে কোটি টাকার কারবার: দুইজন গ্রেপ্তার
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক