Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৪, ১১ আগস্ট ২০২৫

শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে: তারেক রহমান

শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

অতি শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা করার ইঙ্গিত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১০ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।

রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠসংলগ্ন ঈদগাহ রোডে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্যের শেষে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ইনশাআল্লাহ, অতি শিগগিরই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বক্তব্য রাখেন উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত প্রমুখ। সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।

তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং বিএনপি ব্যাপক সমর্থন পাবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তবে সরকার গঠন করার পর দেশ পুনর্গঠনের পথে বহু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তিনি অভিযোগ করেন, গত স্বৈরাচারী শাসনামলে শিক্ষা, বিচার, আইনশৃঙ্খলা, অর্থনীতি ও স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করা হয়েছে।

তিনি স্মরণ করিয়ে দেন, আড়াই বছর আগে বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব পেশ করেছিল, যা বর্তমানে আলোচিত অধিকাংশ সংস্কারের আগেই উপস্থাপিত হয়। স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার সমালোচনা করে তিনি বলেন, অতীতে ইচ্ছাকৃতভাবে হাসপাতাল ব্যবস্থা নষ্ট করে রোগীদের পার্শ্ববর্তী দেশে পাঠানো হতো, যা বৈদেশিক মুদ্রা পাচারের একটি পদ্ধতি হয়ে দাঁড়িয়েছিলো।

গত শাসনামলে গুম, খুন, মিথ্যা মামলা ও বিরোধী মত দমনের ঘটনাগুলো তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক দলের বাইরের সাধারণ মানুষকেও হয়রানি করা হয়েছিল। নির্বাচন ব্যবস্থা ও বিচার বিভাগকে ভেঙে ফেলা হয়েছিল এবং মেগা প্রকল্পের নামে দুর্নীতি ও অর্থ পাচার হয়েছে।

আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের রাজনৈতিক অধিকার ও ব্যক্তিস্বাধীনতা ফিরিয়ে আনা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে, যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রথম ধাপ। তবে শুধু ভোট নয়, ভোট-পরবর্তী সুশাসন ও উন্নয়ন পরিকল্পনাও জরুরি।

তারেক রহমান দেশের ভবিষ্যৎ পরিকল্পনায় যুবকদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, কৃষি উন্নয়ন, পানি সংকট মোকাবিলা, খাল-নদী পুনর্খনন, ক্ষুদ্র শিল্প গড়ে তোলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিচার বিভাগের সংস্কারের কথা বলেন। ফারাক্কার কারণে পদ্মা নদীর পানির সংকট মোকাবিলায় প্রয়োজনে আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘে যাওয়ার প্রতিশ্রুতিও দেন।

তিনি বিশ্বাস প্রকাশ করেন যে এসব চ্যালেঞ্জ মোকাবিলা কেবল বিএনপির পক্ষেই সম্ভব এবং এজন্য দলের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা অপরিহার্য। সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের দুই হাত তুলে ঐক্যবদ্ধ থাকার শপথ করান তিনি।

সবার দেশ/কেএম

সর্বশেষ