Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৭, ৫ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা শুক্রবার

খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা শুক্রবার
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি। এতে হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেবেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, জাতীয় নেতার অসুস্থতার সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ এ ধরনের প্রার্থনাকে আরও অর্থবহ করে তোলে।

এভারকেয়ারে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা

গত ২৩ নভেম্বর রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে খালেদা জিয়াকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে, এরপর থেকেই তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।

বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের আগমন

খালেদা জিয়ার চিকিৎসায় সমন্বয় করতে ব্রিটিশ চিকিৎসক রিচার্ড বিল বুধবার (৩ ডিসেম্বর) ঢাকায় আসেন। একইদিন রাতে চীন থেকে চার সদস্যের একটি চিকিৎসক দলও ঢাকায় পৌঁছে এভারকেয়ার হাসপাতালে যায়। বিদেশি বিশেষজ্ঞদের মূল্যায়ন ও চিকিৎসা পর্যালোচনার ভিত্তিতে মেডিকেল বোর্ড শেষ পর্যন্ত তাকে লন্ডনে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়।

ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবিক প্রার্থনা

পূর্ণাহুতি হিসেবে আয়োজক সংগঠনগুলো জানিয়েছে, দেশের রাজনৈতিক বাস্তবতা বা মতাদর্শ যাই হোক, একজন জাতীয় নেত্রীর সুস্থতা কামনায় সকল ধর্মাবলম্বীর সম্মিলিত প্রার্থনা জাতীয় ঐক্য ও সহমর্মিতার প্রতীক।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজ মহান বিজয় দিবস
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন
নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার মহাকাব্যিক দিন: তারেক রহমান
বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে ‘সেভেন সিস্টার্স’ আলাদা করে দেবো: হাসনাত আবদুল্লাহ
সিঙ্গাপুরে পৌঁছাল হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু
কমছে মোবাইল ফোনের দাম
আনিস আলমগীর গ্রেফতার, তোলা হবে আদালতে