Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ২৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:১৩, ২৬ ডিসেম্বর ২০২৫

জনসচেতনতায় অনন্য দৃষ্টান্ত: সংবর্ধনাস্থলের বর্জ্য পরিষ্কারে বিএনপি

জনসচেতনতায় অনন্য দৃষ্টান্ত: সংবর্ধনাস্থলের বর্জ্য পরিষ্কারে বিএনপি
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে আজ রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ছিল জনস্রোত। বিশেষ করে বিমানবন্দর থেকে শুরু করে পূর্বাচলের ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) পর্যন্ত পুরো এলাকা লাখো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছিল। এ বিশাল জমায়েতের ফলে পুরো পথজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য ও আবর্জনা সরাতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসমাবেশ পরবর্তী বর্জ্য অপসারণে কাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই মাঠে নামবেন দলের স্বেচ্ছাসেবীরা।

পরিচ্ছন্নতা অভিযানের বিস্তারিত

বিএনপির মিডিয়া সেলের দেয়া তথ্য অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর বিএনপি এ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করবে। পরিচ্ছন্নতা অভিযানের আওতায় থাকবে:

  • ৩০০ ফিট মহাসড়ক (জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে): যেখানে তারেক রহমানের মূল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
  • এয়ারপোর্ট রোড: বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থল পর্যন্ত যাতায়াতের পুরো রাস্তা।
  • সংলগ্ন এলাকা: মহাসড়কের দুই পাশে যেখানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন।

রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন

বিশাল রাজনৈতিক সমাবেশের পর সাধারণত এলাকাগুলোতে ব্যাপক ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়, যা সাধারণ মানুষের জন্য দুর্ভোগের কারণ হয়। তবে বিএনপি এ আবর্জনা পরিষ্কারের দায়িত্ব নিজ কাঁধে নিয়ে এক নতুন রাজনৈতিক সংস্কৃতির পরিচয় দিচ্ছে। নেতাকর্মীদের এ স্বেচ্ছাশ্রমের উদ্যোগকে সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছে।

তারেক রহমান তার আজকের ভাষণেও একটি ‘নিরাপদ ও আধুনিক বাংলাদেশ’ গড়ার যে পরিকল্পনার কথা বলেছেন, এ পরিচ্ছন্নতা অভিযানকে সে পরিকল্পনারই একটি ক্ষুদ্র কিন্তু গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

সর্বশেষ