Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৯, ১৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:৩৯, ১৩ ডিসেম্বর ২০২৫

হাদির পরিবারকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার

হাদির পরিবারকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার
ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার পর তার পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে হাদির বড় ভাই ওমর বিন হাদির সঙ্গে অনুষ্ঠিত হয় এ জরুরি ফোনালাপ।

টেলিফোনে প্রধান উপদেষ্টা জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনা উপদেষ্টা পরিষদকে গভীরভাবে উদ্বিগ্ন ও ব্যথিত করেছে। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা। আমরা বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছি।

হামলার পরপরই কয়েকজন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তিনি একটি জরুরি বৈঠক করেছেন বলেও জানান প্রফেসর ইউনূস। বৈঠকে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

চিকিৎসা নিয়ে সরকারের পূর্ণ দায়িত্ব

ফোনালাপে প্রধান উপদেষ্টা বলেন, হাদির চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে। দেশে-বিদেশে যেখানে প্রয়োজন হয়, সেখানেই তার জন্য সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা হবে। তিনি জানান, হাদির জীবনের প্রশ্নে কোনও দ্বিধা নেই—রাষ্ট্র তার পাশে আছে।

তিনি আরও বলেন, 

হাদি আমাদের সবার অত্যন্ত প্রিয়, স্নেহের মানুষ। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ চাইলে তিনি আবার আমাদের মাঝে ফিরবেন।

দেশজুড়ে আলোচিত এ হামলার পর হাদির পরিবারও প্রধান উপদেষ্টার আশ্বাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং হামলাকারীদের শনাক্তে তৎপরতা জোরদার করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার মহাকাব্যিক দিন: তারেক রহমান
বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে ‘সেভেন সিস্টার্স’ আলাদা করে দেবো: হাসনাত আবদুল্লাহ
সিঙ্গাপুরে পৌঁছাল হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে
মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু
কমছে মোবাইল ফোনের দাম
আনিস আলমগীর গ্রেফতার, তোলা হবে আদালতে