সিদ্ধান্ত হতে পারে ৪ ডিসেম্বর
৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় খোলার দাবি জবি শিক্ষার্থীদের
৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় খোলা এবং দ্রুত সেমিস্টার পরীক্ষা শুরুর দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় টানা বন্ধ থাকার পরেও ভবন সংস্কার হয়নি তবে সেমিস্টার পরীক্ষা চলার কারণে শিক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে। যে কারণে যত দ্রুত সম্ভব বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে সেমিস্টার পরীক্ষা চান শিক্ষার্থীরা।
এ সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী বুশরাত আক্তার বর্ষা বলেন,
৭ তারিখে বিশ্ববিদ্যালয় খোলার সিধান্ত ভালো সিধান্ত। যদি দ্রুত খুলে আমাদের সেমিস্টার পরীক্ষা শেষ করা হয় তবে আমরা কোনো সেশনজটে পড়ব না ও পরবর্তীতে কোনও সমস্যা হবে না৷ কবে খুলবে যেহেতু এখনও জানি না। তবে খোলার পর ২-৩ দিন সময় দিলে পরীক্ষা দেয়া সুবিধা হবে।
এর আগে, ১ ডিসেম্বর (সোমবার) এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৭ ডিসেম্বর ক্লাস পরীক্ষা চালু রেখে অনলাইনে ক্লাস করার। এ ব্যাপারে অনেক শিক্ষকও একমত প্রোষণ করেন। সভায় ক্লাস পরীক্ষা বন্ধ রাখা ও চালুর বিষয়ে একাংশ সম্মতি দেন আরেকাংশ বন্ধ রাখার জন্য মতামত প্রদান করেন। তবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কিছু ভবনের সংস্কার কার্যক্রমের জন্য ক্লাস বন্ধ রেখে পরীক্ষা গুলো শেষ করার সিদ্ধান্ত জানায় চেয়ারম্যানগণ।
এ সম্পর্কে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জান্নাতুন নাইম বলেন,
সেমিস্টার ফাইনাল পরীক্ষা একটা হয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মাঝে প্রায় ১৫ দিন ছুটি গেলো, এটা এমন এক সময় ছুটি দিয়েছে অনেকে টিউশনের কারণে বাড়ি যেতে পারিনি। ভুমিকম্পের কোনও নির্দিষ্ট সময় নেই। তাই প্রশাসন এত সময় ছুটি না রেখে দ্রুত সময়ে অর্থ্যাৎ ৭ ডিসেম্বরের মধ্যে ক্যাম্পাস সচল করে পরীক্ষাগুলো নিয়ে নিতে পারে।
এ সম্পর্কে লোকপ্রশাসন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শান্তি আকতার বলেন, এমনিতেই অনেকদিন গ্যাপ ছিলো। আমার মনে হয় দ্রুত নিলে পরের কোর্স তাড়াতাড়ি শুরু করা যাবে, এখন সবার মন ঠিক আছে। যে ভয়টা এতদিন ছিলো তা কমেছে। তাই যে সিদ্ধান্ত নেয়া হোক না কেনো দ্রুত নিলে ভালো হবে, কারণ অনেক ভাইয়া আপুরা তো গ্রামে বেড়াতে গেছে তাদের একটা প্রস্তুতি নিতে হবে।
এ সম্পর্কে উপাচার্য জানান, ক্লাস পরীক্ষা ও ক্লাস শুরুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বৃহস্পতিবারের সিন্ডিকেট সভায়। আমাদের ভবনগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। কিছু কাজ চলমান রয়েছে। আমরা খসড়া একটা রিপোর্ট পেয়েছি তার ভিত্তিতেই আজ মিটিং হয়েছে। আমরা চলমান পরীক্ষা গুলো শেষ করার ব্যাপারে বলেছি। সংশ্লিষ্ট বিভাগগুলো পুনরায় তারিখ নির্ধারণ করে শিক্ষার্থীদের জানাবে। এবং বাকি সিদ্ধান্তগুলো সিন্ডিকেট সভায় গ্রহন করা হবে।
এর আগে, ভুমিকম্প আতঙ্কের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাসের সিধান্ত নেয়া হয়।
এর আগে, ভূমিকম্প আর্তঙ্কের কারণে এক পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয় যারা ৩ ডিসেম্বর প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।
সবার দেশ/কেএম




























