Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৬, ৩ ডিসেম্বর ২০২৫

শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বার্ষিক পরীক্ষা শুরু বুধবার

শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, বার্ষিক পরীক্ষা শুরু বুধবার
ছবি: সংগৃহীত

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চলমান কর্মবিরতি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত রেখে তারা বার্ষিক পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা যেসব মানসিক চাপে ছিলেন, তা উপলব্ধি করেই দায়িত্ববোধ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) থেকে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে নিয়মিতভাবে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সমিতি জানায়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষা ও শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা তাদের প্রধান দায়িত্ব। এ কারণে আগামীকাল থেকে পরীক্ষাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহায়তার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়া শিক্ষক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতাও জানানো হয়।

আরও পড়ুন <<>> সরকারি বিধি লঙ্ঘনের দায়ে শিক্ষকদের শাস্তির মুখোমুখি হতে হবে

উল্লেখ্য, চার দফা দাবিতে গত সোমবার (১ ডিসেম্বর) থেকে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা লাগাতার কর্মবিরতি শুরু করেন। এর ফলে ঢাকাসহ বিভিন্ন জেলায় গত দুই দিন ধরে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি।

শিক্ষকদের চার দফা দাবি হলো—

  • সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদফতরের গেজেট প্রকাশ।
  • বিদ্যালয় ও পরিদর্শন শাখায় শূন্য পদে পদোন্নতি, পদায়ন ও নিয়োগ দ্রুত সম্পন্ন করা।
  • সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড মঞ্জুরি।
  • ২০১৫ সালের আগের নিয়মে সহকারী শিক্ষকদের দুই থেকে তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বেতন সুবিধা পুনর্বহাল করা।

কর্মবিরতি সাময়িক স্থগিত হলেও দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

হাদি আমার নির্বাচনী প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়: মির্জা আব্বাস
জুলাই অভ্যুত্থান নস্যাৎয়ের ষড়যন্ত্র রুখতে সর্বদলীয় ঐক্যের অঙ্গীকার
হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
দিল্লির আধিপত্য ঠেকাতে ঐক্যের ডাক
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি-জামায়াত -এনসিপির বৈঠক
জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আক্তারুজ্জামান
হাদিকে গুলি করা ফয়সাল যেভাবে জামিন পেলেন
হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী ট্যাঙ্কার আটক করলো ইরান
কেরানীগঞ্জে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৪৫ জন উদ্ধার
শ্বাস নিতে পারছেন হাদি, জানালেন ফাহিম ফারুকী
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, গ্রেফতারের প্রস্তুতি
হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’
হাদির ব্রেইন স্টেমে ‘ম্যাসিভ ইনজুরি’, সংকটময় ৭২ ঘণ্টা
হাদিকে দেখতে হাসপাতালে ছুটলেন তিন উপদেষ্টা