তারেক রহমানের ফ্লাইটে নিরাপত্তা শঙ্কা, দুই কেবিন ক্রু অপসারিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বড় ধরনের রদবদল আনা হয়েছে। নিরাপত্তাজনিত ঝুঁকি এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে মধ্যরাতে ওই ফ্লাইটের নির্ধারিত দুই কেবিন ক্রুকে সরিয়ে দেয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও গোয়েন্দা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরছেন তারেক রহমান। তাকে এবং তার পরিবারের সদস্যদের বহনকারী বিজি-২০২ ফ্লাইটটি বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এ গুরুত্বপূর্ণ ফ্লাইটের ক্রু হিসেবে প্রথমে জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম জিনিয়াকে দায়িত্ব দেয়া হয়েছিলো। কিন্তু গভীর রাতে পাওয়া এক বিশেষ গোয়েন্দা প্রতিবেদনে তাদের বিষয়ে নেতিবাচক তথ্য আসায় তাৎক্ষণিকভাবে তাদের দায়িত্ব বাতিল করা হয়।
গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অপসারিত দুই ক্রু সওগাতুল আলম ও জিনিয়া ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তারা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার পরিবারের সদস্যদের, বিশেষ করে শেখ সেলিমের বিভিন্ন ফ্লাইটে নিয়মিত ডিউটি করতেন। ভিআইপি যাত্রীর নিরাপত্তার স্বার্থে তাদের সরিয়ে দিয়ে নতুন করে ফ্লাইট পার্সার মোস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করেছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. শাফিকুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বারবার কেনো বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভিআইপি ফ্লাইটে দায়িত্ব দেয়া হচ্ছে, তা গুরুত্বের সাথে তদন্ত করা হবে এবং এর পেছনে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনা প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেন, একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়া উদ্বেগের বিষয়। তবে বিষয়টি সময়মতো শনাক্ত করায় তিনি গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। এর আগেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফ্লাইটে একই ধরনের অভিযোগের ভিত্তিতে দুই ক্রুকে সরিয়ে দেয়া হয়েছিলো।
লন্ডন থেকে তারেক রহমানের ফেরার খবরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে সংশ্লিষ্ট বিভাগগুলো।
সবার দেশ/কেএম




























