Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৬, ২৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:৩৮, ২৫ ডিসেম্বর ২০২৫

দেড় যুগের নির্বাসন শেষ, আজ দুপুরে পা রাখছেন ঢাকায় 

দেড় যুগের নির্বাসন শেষ, আজ দুপুরে পা রাখছেন ঢাকায় 
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সপরিবারে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি (বিজি-২০২) লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করেছে। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

অবতরণের সময় ও যাত্রাপথ

তারেক রহমানকে বহনকারী ‘বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার’ উড়োজাহাজটি আজ সরাসরি ঢাকা না এসে প্রথমে সিলেটে নামবে। নির্ধারিত সূচি অনুযায়ী:

  • সকাল ৯টা ৫৫ মিনিট: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ।
  • সকাল ১০টা ৫৫ মিনিট: সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু।
  • দুপুর ১১টা ৪৫ মিনিট: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ।

৩০০ ফিটে বিশাল গণসংবর্ধনা

তারেক রহমানের ঐতিহাসিক এ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীর কুড়িল-পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় স্মরণকালের বৃহত্তম গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে আশা করা হচ্ছে, এ অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম ঘটবে। নেতাকর্মীদের সুবিধার্থে রেল মন্ত্রণালয় ১০টি বিশেষ ট্রেন পরিচালনা করছে।

আজকের কর্মসূচি

বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমানকে দলের স্থায়ী কমিটির সদস্যরা অভ্যর্থনা জানাবেন। এরপর তার সূচি নিম্নরূপ:

  • ৩০০ ফিট সংবর্ধনা: বিমানবন্দর থেকে সরাসরি ৩০০ ফিট সংবর্ধনা মঞ্চে যোগ দেবেন এবং দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেবেন।
  • মায়ের সঙ্গে সাক্ষাৎ: সেখান থেকে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে।
  • বাসভবন: সবশেষে তিনি গুলশানের ১৯ নম্বর রোডের নিজ বাসভবনে ফিরবেন।

নিরাপত্তা ও ট্রাফিক নির্দেশনা

তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ট্রাফিক জট এড়াতে সকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মহাখালী-আব্দুল্লাহপুর এবং কুড়িল-মস্তুল সড়ক পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে বিদেশগামী যাত্রী ও হজযাত্রীদের পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

তারেক রহমানের এ ফেরাকে কেন্দ্র করে দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। তার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি