জকসু নির্বাচনে ভিপি পদসহ ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদপ্রার্থী ২ জন সহ ৮ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
রোবার (১৪ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে দুইজন,সাধারণ সম্পাদক (জিএস) পদে ১ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ২ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ১ জন ও নির্বাহী সদস্য পদে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এর আগে ১৭ ও ১৮ নভেম্বর ৩৪ পদের বিপরীতে ৩১২ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ২৪৯ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই–বাছাই শেষে ২৪ নভেম্বর প্রাথমিক তালিকায় ২৩১ জন প্রার্থীর নাম প্রকাশ করে নির্বাচন কমিশন।
৪ ডিসেম্বর সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশোধিত তফসিল ঘোষণা করা হয়। সে তফসিল অনুযায়ী ৯ ও ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপটেস্ট সম্পন্ন হয়। নির্ধারিত সূচি অনুযায়ী ১১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। যেখানে ২১ পদে ১৫৬ জন ও হল শিক্ষার্থী সংসদে ১৩ পদের বিপরীতে ৩৩ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। একইসাথে প্রাথমিক তালিকা থেকে বাদ পড়ে ৪২ জন প্রার্থী। ১৫ থেকে ২৭ ডিসেম্বর প্রচারণা, ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ ও ভোটগণনা এবং ৩০ বা ৩১ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে।
সবার দেশ/কেএম




























