Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫২, ১৬ অক্টোবর ২০২৫

বিশ্বকাপ ঘিরে নতুন বিতর্কে ট্রাম্প, ম্যাচ সরানোর হুমকি

বিশ্বকাপ ঘিরে নতুন বিতর্কে ট্রাম্প, ম্যাচ সরানোর হুমকি
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বোস্টনে আয়োজিত বিশ্বকাপের ম্যাচগুলো নিয়ে প্রশ্ন তুলে তিনি জানিয়েছেন, প্রয়োজনে শহরটির ম্যাচ অন্যত্র সরিয়ে নেয়া হতে পারে।

গত মঙ্গলবার হোয়াইট হাউসে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, 

আমরা চাইলে ম্যাচগুলো সরিয়ে নিতে পারি। আমি বোস্টনের মানুষকে ভালোবাসি, জানি টিকিট বিক্রি হয়ে গেছে। কিন্তু মেয়র ভালো নয়। সে বুদ্ধিমতী হলেও চরমপন্থী চিন্তায় বিশ্বাসী, শহরের কিছু অংশ তারা নিয়ন্ত্রণে নিয়েছে।

তিনি আরও যোগ করেন, 

আমরা চাইলে মুহূর্তেই ম্যাচগুলো ফেরত নিতে পারি। মেয়র শুধু আমাদের ফোন করলেই আমরা সেটি করে ফেলবো। কিন্তু সে রাজনৈতিক কারণে ভয় পাচ্ছে।

বোস্টন শহর থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের সাতটি ম্যাচ আয়োজনের কথা রয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজিত এ টুর্নামেন্টের জন্য ২০২২ সালে ফিফা ১৬টি আয়োজক শহর ও ম্যাচ সূচি চূড়ান্ত করে।

ট্রাম্প বলেন, 

প্রয়োজন হলে তিনি সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলবেন। তার ভাষায়, যদি দেখি কেউ দায়িত্বে ব্যর্থ হচ্ছে বা নিরাপত্তা ঝুঁকি আছে, আমি জিয়ান্নিকে ফোন করবো। বলবো, আমরা ম্যাচ অন্যত্র নিয়ে যাচ্ছি। তারা হয়তো খুশি হবে না, কিন্তু তা করবোই।

তবে ফিফা এ ব্যাপারে আগেই স্পষ্ট করেছে, আয়োজক শহর ও ম্যাচ ভেন্যু নির্ধারণের ক্ষমতা কেবল তাদেরই হাতে। ফিফার ভাইস প্রেসিডেন্ট ভিক্টর মন্টাগলিয়ানিও সম্প্রতি বলেন, 

এটা ফিফার টুর্নামেন্ট, সিদ্ধান্তও ফিফাই নেবে।

ট্রাম্পের এৃ মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন বোস্টনে সাম্প্রতিক সহিংস ঘটনায় একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। ঘটনাটি শহরের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে সমালোচনা উসকে দিয়েছে। মেয়র মিশেল উ’র কার্যালয় ট্রাম্পের মন্তব্যে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্বকাপ আয়োজন নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ইতিমধ্যেই বিপুল অর্থনৈতিক প্রত্যাশা তৈরি হয়েছে। টিকিট বিক্রিতে দেখা যাচ্ছে উচ্চ চাহিদা, এবং আয়োজকদের মতে, এখন ভেন্যু পরিবর্তন হলে তা লজিস্টিক, অর্থনৈতিক ও আইনি জটিলতা সৃষ্টি করবে।

২০২৬ সালের ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপের আসর। বোস্টনের প্রথম ম্যাচ নির্ধারিত আছে ১৩ জুন, যেখানে গ্রুপ ‘সি’র দুটি দল মুখোমুখি হবে। তবে ট্রাম্পের হুমকির পর এখন প্রশ্ন উঠছে—বোস্টন কি সত্যিই ম্যাচ হারাতে যাচ্ছে, নাকি এটি শুধু তার আরেকটি রাজনৈতিক চাপের কৌশল?

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি