ভাতার দাবিতে সচিবালয়ে অভূতপূর্ব অবরোধ
অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করা ১৪ আন্দোলনকারী বরখাস্ত
দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে গত ১০ ডিসেম্বর ঘটে যাওয়া অভূতপূর্ব ঘটনায় নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে টানা ছয় ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ করে রেখেছিলেন।
এ ‘নজিরবিহীন’ আন্দোলনে জড়িত ১৪ জনকে সোমবার একাধিক প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ঘটনার পর গ্রেফতার ১৪ জনের তালিকায় রয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির, সহ-সভাপতি শাহীন গোলাম রাব্বানী, নজরুল ইসলাম। এছাড়া স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, অফিস সহায়ক আবু বেলাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কামাল হোসেন, অর্থ মন্ত্রণালয়ের বিপুল রানা বিপ্লব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মো. তায়েফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মো. মহসিন আলী, তথ্য মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন এবং মন্ত্রিপরিষদ বিভাগের নাসিরুল হক। এদের সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আদালত পাঁচ দিনের রিমান্ড দিয়েছিলো।
দুপুর আড়াইটে শুরু হয় আন্দোলন, যখন নন-ক্যাডার কর্মীরা অর্থ উপদেষ্টার কক্ষের সামনে অবস্থান নেন। তারা দরজা আটকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে উপদেষ্টাকে বের হতে দেননি। টানা ছয় ঘণ্টার অবরোধের পর রাত ৮টা ১২ মিনিটে পুলিশি নিরাপত্তায় উপদেষ্টা সচিবালয় ত্যাগ করেন। সাবেক শীর্ষ আমলারা এ ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে আখ্যায়িত করেছেন, যা শুধু নিরাপত্তা ঝুঁকি তৈরি করেনি, প্রশাসনিক শৃঙ্খলার শঙ্কাজনক চিত্রও উন্মোচিত করেছে।
সবার দেশ/কেএম




























