Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৭, ১৪ ডিসেম্বর ২০২৫

ভরিতে সোনার দাম বাড়লো ৩ হাজার ৪৪২ টাকা

দু’দিনের ব্যবধানে সোনার দামে বড় লাফ

দু’দিনের ব্যবধানে সোনার দামে বড় লাফ
ফাইল ছবি

দেশের বাজারে আবারও সোনার দামে বড় ধরনের বৃদ্ধি এসেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাফে ৩ হাজার ৪৪২ টাকা বাড়ানো হয়েছে। ফলে নতুন করে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এ দাম রোববার (১৪ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

এর আগে মাত্র দুই দিন আগে, গত ১২ ডিসেম্বর ভালো মানের সোনার প্রতি ভরির দাম ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিলো। ৪৮ ঘণ্টার ব্যবধানে আবারও দাম বাড়ানোয় দু’দফায় ২২ ক্যারেট সোনার ভরি প্রতি মোট দাম বেড়েছে ৪ হাজার ৪৯২ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৩০১ টাকা বাড়িয়ে করা হয়েছে ২ লাখ ৫ হাজার ৮০০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৩৯৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৪১৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৮৩৮ টাকা।

এর আগে ১২ ডিসেম্বর নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছিলো ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকায়। তখন ২১ ক্যারেটের দাম ছিলো ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিলো ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা। শনিবার পর্যন্ত এসব দামে সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়লেও রুপার দামে কোনও পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ভরিপ্রতি ৪ হাজার ৪৭ টাকায়, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০১ টাকা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির কিছু হলে সেদিনই সরকারের শেষদিন হবে-কঠোর হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
জকসু নির্বাচনে ভিপি পদসহ ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
তফসিল ঘোষণার পর লালমনিরহাট জুড়ে উৎসবের আমেজ
নোয়াখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুলে ভরেছে যশোরের গদখালী, চাষিদের মুখে ফের হাসি
ভারতীয় আগ্রাসন ও আওয়ামী ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধের ডাক
হাদির হামলাকারীদের আশ্রয় দিলে ঢাকায় ভারতীয় দূতাবাস বন্ধ: হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক
বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস
সিঙ্গাপুরে নেয়া হচ্ছে হাদিকে, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স
হাদির ওপর গুলি ‘মাথার ওপর বাজ পড়ার মতো’: সিইসি
বিচারের মুখোমুখি দাউদকান্দির সাবেক চেয়ারম্যান সুমন