Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৩, ৬ জানুয়ারি ২০২৬

জকসু নির্বাচনে উত্তাপ

জবিতে শিবির–সমর্থিত ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার অভিযোগ

জবিতে শিবির–সমর্থিত ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তার অভিযোগ
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাহিমা আক্তারকে হেনস্তা এবং পরে পুলিশে দেয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের বিরুদ্ধে। তবে ঘটনার পরপরই পুলিশ মাহিমাকে ছেড়ে দেয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। মাহিমা আক্তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন। এ সময় তিনি হিজাব ও নিকাব পরিহিত ছিলেন।

অভিযোগ রয়েছে, গেটের সামনে অবস্থানকালে শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তার কাছে গিয়ে পরিচয় জানতে চান এবং মাস্ক খুলতে বলেন। বিষয়টি নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে মাহিমাকে থানায় নিয়ে যায়। পরে পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে ছেড়ে দেয়া হয়।

ঘটনার বর্ণনায় মাহিমা আক্তার বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করছিলেন এবং তার সঙ্গে একজন আত্মীয়ও ছিলেন। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এসে তাকে হেনস্তা করেন। হিজাব পরিহিত থাকায় মাস্ক খুলতে চাপ দেয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি এবং অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, মাহিমা আক্তার তার স্ত্রী এবং একই সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। তিনি ক্যাম্পাসের বাইরে তাদের প্যানেলের পক্ষে কাজ করছিলেন। সকাল থেকেই গেটের বাইরে ধাক্কাধাক্কি ও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বলে দাবি করেন তিনি।

রিয়াজুল ইসলাম আরও বলেন, তার স্ত্রী ক্যাম্পাসের বাইরে অবস্থান করার সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘মব’ তৈরি করেন। এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয় এবং এটি নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।

এ ঘটনায় শাখা ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নজরে আসার পর দ্রুত হস্তক্ষেপ করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ঘটনা জানার পর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সমাধান করা হয়েছে।

জকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি