বিভ্রান্তি না হওয়ার অনুরোধ সরকারের
এভারকেয়ারের পাশে উড়বে সেনা–বিমান বাহিনীর হেলিকপ্টার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের পাশের দুটি উন্মুক্ত মাঠে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সেনাবাহিনী এবং বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন করবে। ঘটনাটি ঘিরে যেন কোনো ধরনের গুজব বা ভুল ব্যাখ্যা ছড়ানো না হয়—এমন অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, নিরাপত্তা সংস্থা এসএসএফের বিশেষ নিরাপত্তা প্রটোকল অনুযায়ী দুপুর ১২টা থেকে ২টার মধ্যে এ কার্যক্রম পরিচালিত হবে। উড্ডয়ন ও অবতরণ পুরোপুরি পরিকল্পিত এবং নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ বলেও উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় বিভ্রান্তি ছড়ানো কিংবা অপপ্রচার থেকে সকলকে বিরত থাকতে অনুরোধ জানানো হচ্ছে।
উল্লেখ্য, ২৩ নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা ও সংবেদনশীল রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সবার দেশ/কেএম




























