এভারকেয়ারে শুরু বিশেষ পর্যবেক্ষণ
খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় চীনের বিশেষজ্ঞ টিম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা সহযোগিতায় চীন থেকে চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে। বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে দলটি সরাসরি ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছে চিকিৎসা কার্যক্রমে যুক্ত হন।
হাসপাতালে পৌঁছানোর পর চীনা চিকিৎসক দলকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলের পক্ষ থেকে খালেদা জিয়ার চিকিৎসায় চীনের এ উদ্যোগকে `সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ' বলে উল্লেখ করেন।
এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা মেডিকেল টিমকে গ্রহণ করেন সাবেক সচিব আব্দুল খালেক ও ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চিকিৎসকদের ঢাকায় পৌঁছানোয় খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিয়ে নতুন আশাবাদ তৈরি হয়েছে বলে দলের সূত্র জানিয়েছে।
চিকিৎসকরা খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা মূল্যায়ন করে চিকিৎসা পরিকল্পনা হালনাগাদ করবেন বলে জানা গেছে। এভারকেয়ারের বিশেষায়িত মেডিকেল টিমও তাদের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা শুরু করেছে।
চীনের এ টিমটি মূলত উন্নত কার্ডিয়াক, লিভার ও জটিল রোগ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ বলে জানা গেছে। চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য শিগগিরই জানানো হবে।
সবার দেশ/কেএম




























