আজ লন্ডন ছাড়ছেন তারেক রহমান, কাল পা রাখবেন ঢাকায়
প্রিয় নেতাকে বরণে প্রস্তুত বিএনপি, ঢাকামুখী জনতার ঢল
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে সারাদেশে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং বরণ করে নিতে এরই মধ্যে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন ও লঞ্চযোগে লাখ লাখ মানুষ রাজধানীতে জড়ো হচ্ছেন।
আজ লন্ডন ত্যাগ, সঙ্গে আসছেন স্ত্রী ও কন্যা
বিএনপির দলীয় সূত্র নিশ্চিত করেছে যে, আজ বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হিথরো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তারেক রহমান ঢাকার উদ্দেশে রওনা হবেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। এছাড়াও তার সফরসঙ্গী হিসেবে মিডিয়া টিমের সদস্য ও ব্যক্তিগত সহকারীরা আসছেন। ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি দিয়ে আগামীকাল সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
৩০০ ফিটে বিশাল গণসংবর্ধনা, ৫০ লাখ মানুষের লক্ষ্যমাত্রা
তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে রাজধানীর ৩০০ ফিট সড়কে বিশাল গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। সেখানে ইতোমধ্যে এক বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় অর্ধকোটি (৫০ লাখ) মানুষের সমাগম হবে বলে তারা প্রত্যাশা করছেন। বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলে পৌঁছানোর পর তিনি সেখানে বক্তব্য দেবেন এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।
১০ রুটে চলবে স্পেশাল ট্রেন
নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে দেশের ১০টি রুটে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কক্সবাজার থেকে পঞ্চগড় পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে এ ট্রেনগুলো ঢাকায় আসবে। এর মাধ্যমে রেলওয়ে প্রায় ৩৬ লাখ টাকা রাজস্ব আয় করবে বলে আশা করা হচ্ছে।
নিশ্ছিদ্র নিরাপত্তা ও কঠোর শৃঙ্খলা
তারেক রহমানের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড পুরো এলাকা তল্লাশি করবে। দলের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা স্কোয়াড গঠন করা হয়েছে, যার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দেশে ফেরার পর আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ভোটার হবেন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কাজ সম্পন্ন করবেন।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর—দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের এ ফিরে আসা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীরা এ মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে এখন কেবল সময়ের গুণছেন।
সবার দেশ/কেএম




























