Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ১৫ ডিসেম্বর ২০২৫

ভারতীয় আগ্রাসন ও আওয়ামী ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে 

সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধের ডাক

সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধের ডাক
ছবি: সংগৃহীত

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ রুখতে আজ সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শহীদ মিনারে এ সমাবেশ আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, সোমবার ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে সেখানে কোনো ভারতপন্থী রাজনৈতিক শক্তিকে আমন্ত্রণ জানানো হয়নি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ মিনার থেকেই ভারতীয় আগ্রাসন ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেয়া হবে। তিনি দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে এ সমাবেশে অংশ নেয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য তুলে ধরেন জাবের। তিনি বলেন, হাদির অবস্থার এখনও কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইনকিলাব মঞ্চ ও তার পরিবার। চিকিৎসকদের চূড়ান্ত সম্মতি পাওয়া গেলেই তাকে বিদেশে নেয়া হবে। এ লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে ইতোমধ্যে একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করা হয়েছে।

হাদির ওপর হামলার ঘটনায় দেশের গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন ইনকিলাব মঞ্চের এ নেতা। তিনি বলেন, হামলার পর গোয়েন্দা সংস্থাগুলো চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিজেদের উদ্যোগে তথ্য সংগ্রহ করার বদলে তারা ইনকিলাব মঞ্চের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে। অথচ হামলাকারীদের গতিবিধি অনুসরণ করে দ্রুত তাদের গ্রেফতার করাই ছিলো গোয়েন্দা সংস্থাগুলোর দায়িত্ব।

হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, এ সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করা না হলে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, যদি ওসমান হাদির কোনও ক্ষতি হয়, তাহলে এ অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা তখনই বেজে উঠবে। ছাত্র-জনতাই এ সরকারকে ক্ষমতায় বসিয়েছে এবং প্রয়োজনে তারাই এ সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনের নতুন ‘টাইপ ৯৯বি’ ট্যাঙ্ক ভারত সীমান্তে!
শহীদ মিনার থেকে ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যের ডাক
আইএল টি-টুয়েন্টি লিগে তাসকিনের শারজাহ;র জয়
তাসনিয়া ফারিণের ‘শীত বিলাস’ দাবি! নেটদুনিয়ায় ঝড়
আজ মহান বিজয় দিবস
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন
নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন